শংকরকুমার রায়, রায়গঞ্জ: মেয়ের বাড়ি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। রায়গঞ্জে লরি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৪ জনের। গুরুতর জখম ১। চিকিৎসাধীন মোট ৮ জন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ(Raiganj) বাইপাসের বাঙ্গার এলাকায়।
জানা গিয়েছে, রায়গঞ্জের জগদীশপুরের বাসিন্দা বুলারানি সরকার। বছর দুয়েক আগে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বিয়ে হয় তাঁর মেয়ের। কিন্তু সেই সম্পর্কে একাধিক সমস্যা ছিল। একাধিকবার নিজেরা মীমাংসা করার চেষ্টা করলেও লাভ হয়নি। পরবর্তীতে সালিশি সভার জন্য পঞ্চায়েত সদস্যকে মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বুলারানিদেবীরা। এদিন রাতে সেই মতো পরিবারের সদস্য ও পঞ্চায়েত সদস্যকে নিয়ে ইটাহারের উদ্দেশ্যে রওনা হন তাঁরা।
[আরও পড়ুন: চোট নিয়েই শুটিং ফ্লোরে ফিরলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়]
রায়গঞ্জ বাইপাসের বাঙ্গার এলাকায় আচমকা ঘটে দুর্ঘটনা। ইটাহার থেকে ডালখোলাগামী একটি লরি এসে মুখোমুখি ধাক্কা দেয় বুলারানিদেবীদের গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। স্থানীয় ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় আরও ২ জনের। মৃতদের নাম প্রশান্ত সরকার, অলোক মণ্ডল, দুলালি সরকার, বুলারানি সরকার। আশঙ্কাজনক রাজকুমার সরকার। হাসপাতালে চিকিৎসা চলছে রাজকুমার-সহ ৮ জনের।