বিধান নস্কর, দমদম: ফের রাজারহাটে (Rajarhat) বেপরোয়া গাড়ির তাণ্ডব। একাধিক গাড়িতে ধাক্কার পর গাড়ি ফেলে চম্পট দিল চালক। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ব্যস্ত রাজারহাটে। আহত ১ পথচারী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সাদা রঙের একটি গাড়ি রাজারহাট চৌমাথার দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসছিল। রাজারহাট রোডে ২১৭ বাসস্ট্যান্ডের কাছে আচমকা গাড়িটি বেশ কয়েকটি গাড়িতে পরপর ধাক্কা মারে। এরপর এক পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। জখম হন ওই ব্যক্তি। এখানেও থামেনি বেপরোয়া ওই গাড়ি। শেষে একটি বাসের পিছনে ধাক্কা মারে গাড়িটি।
[আরও পড়ুন: বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র ফুরফরা, ব্যাপক বোমাবাজি ISF-এর! পুলিশের সঙ্গে বচসা নওশাদের]
এরপরই গাড়ি থেকে নেমে চম্পট দেয় চালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজারহাটে। স্থানীয়রা পথচারীকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ দেখে অনুমান, গাড়িটি নিয়ন্ত্রণ হারানোয় এই ঘটনা। তবে মদ্যপ চালক ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।