সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী সিনেমার জোয়ারে অশনি সংকেতের আভাস পাচ্ছে বলিউড। এমন পরিস্থিতিতে বি-টাউনের অনেক পরিচালকই দাক্ষিণাত্যের তারকার উপর ভরসা রাখছেন। তবে তেলুগু সুপারস্টার মহেশ বাবুর (Mahesh Babu) বলিউডে বিশেষ আস্থা নেই। বলিউড (Bollywood) তাঁকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। তাই বলিউডে কাজ করার ইচ্ছে নেই বলেই মন্তব্য তারকার। সত্যিই কি তাই? এক নজরে দেখে নেওয়া যাক দুই ইন্ডাস্ট্রির তারকাদের পারিশ্রমিকের তালিকা।
শাহরুখ-সলমন ও আমির – বলিউডের এই তিন খান এখন পারিশ্রমিক নেন না। তাঁরা লভ্যাংশেই বিশ্বাস করেন। হৃতিক রোশনও লভ্যাংশের বিনিময়েই চুক্তি সই করেন। বলিউডের বাকি তারকাদের ছবি পিছু আয়ে বেশ তফাত রয়েছে। নেটদুনিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী —
- বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার একটি ছবির জন্য ১৩৫ কোটি টাকা পেয়েছেন
- অক্ষয়ের পরই রয়েছেন রণবীর কাপুর। তাঁর ছবি পিছু আয় ৭০ কোটি টাকা
- ‘জয়েশভাই জোরদার’ ছবিতে কেরামতি না দেখাতে পারলেও রণবীর সিং একটি ছবির জন্য ৫০ কোটি টাকা পান
- অ্যাকশন স্টার টাইগার শ্রফ। তাঁরও ছবি পিছু পারিশ্রমিক ৫০ কোটি টাকা
- বরুণ ধাওয়ান প্রত্যেক ছবির জন্য ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নেন
- শাহিদ কাপুর একটি ছবির জন্য ৩০ কোটি টাকা নেন
[আরও পড়ুন: জোয়া আখতারের ছবিতে শাহরুখকন্যা ও অমিতাভের নাতি, প্রকাশ্যে ‘দ্য আর্চি’র টিজার]
পারিশ্রমিকের নিরিখে দক্ষিণী তারকারা কিন্তু খুব একটা পিছিয়ে নেই। প্যান ইন্ডিয়ায় সিনেমা মুক্তির চল হওয়ার পর তাতে আরও পরিবর্তন এসেছে। প্রভাস, রামচরণ, এনটিআর জুনিয়র, যশের সিনেমা পিছু আয় বেড়েছে বলেই খবর।
- দাক্ষিণাত্যের ‘থালাইভা’ রজনীকান্ত। প্রতি ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন
- ‘বাহুবলী’র আগে যে প্রভাসের ছবি পিছু আয় ছিল ৭ কোটি টাকা তিনি নাকি এখন একটি ছবির জন্য ১০০ কোটি পারিশ্রমিক চেয়েছেন।
- মহেশ বাবু প্রতি ছবির জন্য ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। এখন ছবি পিছু ৮০ কোটি টাকা চাইছেন।
- মালয়ালম সুপারস্টার মোহনলাল। তাঁর ছবি পিছু আয় ৬৪ কোটি টাকা।
- এনটিআর জুনিয়র এবং রামচরণ নাকি ‘RRR’ ছবির জন্য ৩৩ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন
- ‘পুষ্পা’ সিনেমা খ্যাত তারকা আল্লু অর্জুনের ছবি পিছু আয় ৩৫ কোটি টাকা বলেই জানা গিয়েছে।
- ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার জন্য নাকি ২৭ থেকে ৩০ কোটি টাকা পেয়েছেন কন্নড় তারকা যশ।