shono
Advertisement

মার্কিন মুলুকে আলোর রোশনাই, দীপাবলিতে জাতীয় ছুটি ঘোষণা করতে চলেছে আমেরিকা!

মার্কিন কংগ্রেসে পেশ হল নতুন বিল।
Posted: 09:59 AM Nov 04, 2021Updated: 09:59 AM Nov 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে সেজে উঠেছে দেশ। অন্ধকারের বুক ফালাফলা করছে আলোর রোশনাই। আনন্দে মাতোয়ারা দেশবাসী। আর সেই আলোর ছটা পৌঁছেছে মার্কিন মুলুকেও। এবার থেকে দীপাবলি (Diwali) উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা করার জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেসেন্টেটিভস’-এ পেশ হল বিল।

Advertisement

[আরও পড়ুন: আফগানিস্তানে চরমে খাদ্য সংকট, পাকিস্তানের বাধায় খাবার পাঠাতে পারছে না ভারত]

বুধবার ‘হাউস অফ রিপ্রেসেন্টেটিভস’-এ ‘দীপাবলি ডে অ্যাক্ট’ নামের বিলটি পেশ করেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সদস্য ক্যারোলিন বি ম্যালোনে। এ ব্যাপারে তাঁর সঙ্গে ছিলেন রাজা কৃষ্ণামূর্তির মতো বেশ কয়েক জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্যও। এই বিলের প্রস্তাব হতেই প্রভাবশালী কংগ্রেস সদস্য গ্রেগরি মিকস তা সমর্থন করেছেন। ‘দ্য হাউস অফ ফরেন অ্যাফায়ার্স কমিটি’ও এই ছুটির বিলকে সমর্থন জানিয়েছে এবং বিলের পক্ষে সওয়াল করেছে।

এই বিলের সমর্থনে ‘দ্য হাউস অফ ফরেন অ্যাফায়ার্স কমিটি’র চেয়ারম্যান গ্রেগরি মিকস বলেন, “এটা (দীপাবলি) এমন কিছু যা মার্কিন সমাজে সকলের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। এটা খুবই ভাল দিন, কারণ আমরা অন্ধকারের উপর আলোর জয়ের কথা বলছি। আমরা এই বিলটির সপক্ষে।”

ক্যাপিটলে দীপাবলিতে ‘ফেডারেল হলিডে’ বা জাতীয় ছুটির স্বপক্ষে সওয়াল করতে গিয়ে ম্যালোনে বলেছেন, “আমি দীপাবলি ডে অ্যাক্ট বিলটি পেশ করতে পেরে খুবই আনন্দিত। এ বছরের কোভিডের অন্ধকার সময়ের বিরুদ্ধে জাতির এগিয়ে চলার প্রতীক দীপাবলি। অন্ধকারের উপর আলোর জয়, দুষ্টের পরাজয় শিষ্ঠের জয় উদ্‌যাপন করতে পেরে আমি গর্বিত। দীপাবলি উদ্‌যাপনের মাধ্যমে আমরা সকলেই জাতির জন্য সুখ, নিরাময়, শিক্ষা, আলো এবং অনিশ্চিত সময়ের পথের দিশারী হতে চাই।” রাজা কৃষ্ণামূর্তি দীপাবলির ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব আমেরিকার কংগ্রেসে তুলে ধরেন।

[আরও পড়ুন: মোদির আলিঙ্গনে অস্বস্তিতে রাষ্ট্রসংঘের মহাসচিব! ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement