সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উইঙ্গারডিয়াম লেভিওসা’, যাঁরা হ্যারি পটারের জাদু দুনিয়ার খবর রাখেন, তাঁরা এই মন্ত্র জানেন। এই মন্ত্রের জোরেই এবার সকলের মুখে হাসি ফোটাতে আসছে ‘কলকাতার হ্যারি’ (Kolkatar Harry)। প্রযোজক সোহম চক্রবর্তীর প্রথম ছবিতে তিনি ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। আর ছবির অন্যতম আকর্ষণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
গরমের ছুটিতে মুক্তি পাবে ‘কলকাতার হ্যারি’। তার আগে প্রকাশ্যে এল ট্রেলার। ট্রেলারে হ্যারি পটারের জাদু মন্ত্র বলতে দেখা যাচ্ছে সোহমকে। একটি স্কুলবাসের চালক তাঁর চরিত্র হ্যারি। পড়ুয়ারা হ্যারির গল্প শুনতেই ভালবাসে। ভালবাসে তার বাসে যেতে। আদ্যোপান্ত শিশুদের সিনেমা হলেও এর মধ্যে রয়েছে নানা টুইট অ্যান্ড টার্ন। আর সেখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ।
[আরও পড়ুন: বিচ্ছেদেও বন্ধুত্ব অটুট, পার্টনারদের নিয়ে একইসঙ্গে পার্টি হৃতিক ও সুজানের]
টলিপাড়াতেই সোহমের বেড়ে ওঠা। শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন গ্ল্যামার জগতের যাত্রা। ‘ছোট বউ’, ‘মঙ্গলদীপ’, ‘শাখা প্রশাখা’র যুগে জনপ্রিয়তা পেয়েছিলেন ‘মাস্টার বিট্টু’ হিসেবে। পরে ‘বাজিমাত’ করেন নায়ক সোহম চক্রবর্তী হিসেবে। ‘প্রেম আমার’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘অমানুষ’-এর মতো বাংলা ছবির মাধ্যমে নিজের পায়ের তলার মাটি পোক্ত করেছেন। আবার রাজানীতির ময়দানে পা রেখেছেন। সাফল্য সেখানেও পেয়েছেন। এবার প্রযোজক হিসেবে সফর শুরু করেছেন।
সোহমকে চোখের সামনে বড় হতে দেখেছেন প্রসেনজিৎ। আজ তাঁর প্রযোজনাতেই অভিনয় করেছেন। রোহিত এবং সৌম্য় মিলে লিখেছেন ‘কলকাতার হ্যারি’র চিত্রনাট্য। পরিচালনার দায়িত্ব সামলেছেন রাজদীপ ঘোষ। জিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন ছবির সংগীত পরিচালনার দায়িত্বে। শিশুদের কথা মাথায় রেখে অ্যানিমেশন বেশ কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে। মে মাসের ছয় তারিখ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘কলকাতার হ্যারি’।