shono
Advertisement

ডিসেম্বরে বক্স অফিসে ‘খেলা হবে’, স্ত্রী ক্যাটের প্রাক্তন রণবীরের সঙ্গে সম্মুখ সমরে, হুঙ্কার ভিকির!

বক্স অফিসে রণবীরের 'অ্যানিমেল' বনাম 'স্যাম বাহাদুর'।
Posted: 06:28 PM Oct 13, 2023Updated: 07:44 PM Oct 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালীন বক্স অফিসে সম্মুখ সমরে রণবীর কাপুর এবং ভিকি কৌশল। একদিকে প্রাক্তন প্রেমিক, আরেকদিকে স্বামী। রণবীর কাপুর বনাম ভিকি কৌশলের (Vicky Kaushal) এই বক্স অফিস যুদ্ধ নিয়ে যেন দর্শক, অনুরাগীদের কৌতূহলের মাত্রা খানিক আলাদাই। কারণ এই দুই বলিউড তারকার মাঝে ‘কমন ফ্যাক্টর’ হিসেবে তাঁরা দেখছেন ক্যাটরিনা কাইফকে।

Advertisement

চলতি বছর পয়লা ডিসেম্বর বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে মুক্তি পাচ্ছে ভিকি কৌশল অভিনীত বহু প্রতীক্ষিত ‘স্যাম বাহাদুর’ (Sam Bahadur)। অন্যদিকে ওই একই দিনে রিলিজ করছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) ফিল্মি কেরিয়ারে অন্যতম ম্যাগনাম অপাস ‘অ্য়ানিমেল’ (Animal)। সুপারস্টার কাপুরের ছবির টিজার ইতিমধ্যেই অনুরাগীদের প্রত্যাশার পারদ চড়িয়েছে। এদিকে ভিকির ‘স্যাম বাহাদুর’-এর ঝলক নিয়েও দর্শকমহলে ইতিবাচক সাড়া মিলেছে। অতঃপর হিন্দি ইন্ডাস্ট্রিতে একই দিনে রিলিজ যে দুই সিনেমার ব্যবসায় ভাগাভাগি করতে চলেছে, তা বলাই বাহুল্য। তবে স্ত্রী ক্যাটরিনার প্রাক্তনের সঙ্গে এই প্রতিযোগিতাকে অন্যভাবে দেখতে নারাজ ভিকি কৌশল।

‘স্যাম বাহাদুর’-এর সঙ্গে ‘অ্য়ানিমেল’-এর বক্স অফিস যুদ্ধ নিয়ে ভিকি কৌশলের মন্তব্য, “আমিও অন্যান্য দর্শকদের মতো রণবীরের অ্যানিমেল দেখার জন্য মুখিয়ে রয়েছি। দুটো সিনেমার সাফল্যেরই যথেষ্ট জায়গা আছে। সেই শুক্রবার আমি আর রণবীর আমাদের দুজনের সিনেমাকেই দর্শকদের হাতে তুলে দিচ্ছি। তাই সেদিনটা আমাদের নয়, দর্শকদের। আজকের ইন্ডাস্ট্রিতে একই দিনে একাধিক সিনেমার রিলিজ দর্শকদের জন্যই আখেড়ে ভালো। এভাবেই তো ইন্ডাস্ট্রির উন্নতি হবে।” এখানেই অবশ্য থামেননি ক্যাটরিনার স্বামী!

[আরও পড়ুন: ‘শাহরুখই সিনে সাম্রাজ্যের বাদশা’! দাবি করিনার, কী দোষ আমির-সলমনের?]

ভিকি কৌশলের কৌশলী উত্তর, “এক ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের এগিয়ে আসা উচিত। যাতে একই দিনে একাধিক সিনেমা ভালো ব্যবসা করতে পারে, সেদিকে খেয়াল রাখা উচিত। এক্ষেত্রে আখেড়ে হিন্দি সিনেমার দর্শকদের ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করার পাশাপাশি হল মালিকদের জন্য ভালো। দিনের শেষে আমরা তো দর্শকদের জন্যই কাজটা করি।” ১ ডিসেম্বর মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’-এর সঙ্গে সন্দীপ রেড্ডির ‘অ্য়ানিমেল’-এর যে বক্স অফিসে হাড্ডাহাড্ডি ‘খেলা হবে’, তা বেশ বোঝা যাচ্ছে।

[আরও পড়ুন: সিঁথিতে সিঁদুর, এয়ারপোর্টে পরিণীতিকে দেখেই চিৎকার, ‘জামাইবাবু কোথায়?’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement