সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভোট তো প্রথম ভোটই হয়। প্রথমবার পরিচয় পত্র নিয়ে লাইনে দাঁড়ানো। লোকসভা নির্বাচনে মতামত প্রকাশ করার অধিকার পাওয়া। এই অনুভূতিই আলাদা। তাই তো চলতি লোকসভায় যাঁরা প্রথমবার ভোট দিচ্ছেন, তাঁদের বিশেষ বার্তা দিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।
ছবি: ইনস্টাগ্রাম
আসলে ভারতের ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস বা IIMUN-এর অঙ্গ হয়ে এই বার্তা দিয়েছেন দিতিপ্রিয়া। #Myfirstvote হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী লিখেছেন, "ভোটাধিকার নাগরিক হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্যগুলির মধ্যে একটি। ২০২৪-এর এই লোকসভা নির্বাচন রেকর্ড সংখ্যক তরুণ-তরুণীর মতদানের সাক্ষী থাকবে। তাই সবার কাছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে আমার আবেদন নিজেদের ভোটার আইডি অবিলম্বে সংগ্রহ করুন আর গণতন্ত্রের সবচেয়ে বড় এই উৎসবে যোগদান করে ফেলুন।"
ছবি: ইনস্টাগ্রাম
[আরও পড়ুন: কলকাতায় পা রেখে কী দেখে মুগ্ধ হলেন কার্তিক আরিয়ান? নিজেই শেয়ার করলেন ভিডিও ]
উল্লেখ্য, গত মার্চেই ১৮ তম লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশন। সেই অনুযায়ী বাংলায় এবার সাত দফায় নির্বাচন (West Bengal Lok Sabha Election 2024)। ১৯ এপ্রিল (শুক্রবার) প্রথম দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল (শুক্রবার)। তা হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে।
মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরের তৃতীয় দফার ভোট ৭ মে অর্থাৎ মঙ্গলবার। ১৩ মে (সোমবার) চতুর্থ দফার নির্বাচন হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। ২০ মে (সোমবার) পঞ্চম দফার ভোট। স্থান হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ। ২৫ মে (শনিবার) ষষ্ঠ দফার ভোট হবে পুরুলিয়া, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুরে। শেষ তথা সপ্তম দফার ভোট ১ জুন। সেদিন শনিবার। স্থান দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ।