shono
Advertisement
Kangana Ranaut

নারীকে অসম্মানের খেসারত দিল 'দৈত্য', পুরনো কাসুন্দি টেনে উদ্ধবকে আক্রমণ কঙ্গনার

অতীতে অভিনেত্রীর বান্দ্রার বাংলোর একাংশ বেআইনি নির্মাণের অভিযোগে ভেঙেছিল উদ্ধব প্রশাসন।
Published By: Kishore GhoshPosted: 09:48 PM Nov 24, 2024Updated: 09:49 PM Nov 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্ধব ঠাকরে একজন 'দৈত্য', নারীকে অসম্মান করার ফল পেলেন তিনি। এই ভাষাতেই শিব সেনা নেতাকে আক্রমণ করলেন বলি অভিনেত্রী এবং বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। শনিবার মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফল সামনে এসেছে। যেখানে নিরুঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। এর পর রবিবার উদ্ধবকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে পুরনো রাগ মেটালেন কঙ্গনা।

Advertisement

মুম্বইয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, "আমি উদ্ধব ঠাকরের এমন খারাপ ব্যর্থতাই আশা করেছিলাম। আমরা বুঝতে পারি কে দেবতা এবং কে দৈত্য। বিষয়টি নির্ভর করে নারীর প্রতি সম্মান এবং তাঁদের জন্য কাজ করার উপর।" উদ্ধবের সঙ্গে অতীতের সংঘাতের কথা স্মরণ করেন কঙ্গনা। উদ্ধব মুখ্যমন্ত্রী থাকাকালীন অভিনেত্রীর বান্দ্রার বাংলোর একাংশ ভেঙে দেয় পুর প্রশাসন। বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। সেই কথা মনে করে এদিন কঙ্গনা বলেন, "ওরা আমার বাড়ি ভেঙে দিয়েছিল। আমাকে হেনস্তা করেছিল। আমি আশা করেছিলাম এমন ব্যর্থ হবেন উদ্ধব ঠাকরে।"

বিজেপির নেতৃত্বে মহারাষ্ট্র জয়ের বিষয়ে কঙ্গনা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বই এই জয়ের অন্যতম কারণ। দেশের পরিত্রাণে মোদির বিকল্প নেই। যারা দেশ ভাঙার ষড়যন্ত্র করেন তাদের শিক্ষা দিয়েছে এই নির্বাচন। উন্নয়নের জন্য ভোট দিয়েছে মহারাষ্ট্রের মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপির নেতৃত্বে মহারাষ্ট্র জয়ের বিষয়ে কঙ্গনা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বই এই জয়ের অন্যতম কারণ। দেশের পরিত্রাণে মোদির বিকল্প নেই।
  • উদ্ধব মুখ্যমন্ত্রী থাকাকালীন অভিনেত্রীর বান্দ্রার বাংলোর একাংশ ভেঙে দেয় পুর প্রশাসন।
Advertisement