shono
Advertisement

‘বিশ্বকাপ জিততে হলে শচীন-ধোনির পরামর্শ চাও’, রোহিতদের টোটকা গিলক্রিস্টের

গিলির অভিনব পরামর্শ।
Posted: 04:08 PM Sep 19, 2023Updated: 04:08 PM Sep 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে (World Cup 2023) ভাল কিছু করতে হলে শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar), যুবরাজ সিং (Yuvraj Singh) এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মস্তিষ্ক ব্যবহার করে দেখুক ভারতীয় দল। যে সে নন, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট এমনই বুদ্ধি দিয়েছেন। ২০১১ সালে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সময়ে শচীন-যুবি-ধোনি ছিলেন ভারতের জয়ের অন্যতম কাণ্ডারী।

Advertisement

অজি উইকেট কিপার বলছেন, ”আমি যদি ভারতের নীতি নির্ধারণের সঙ্গে জড়িত থাকতাম, তাহলে শচীন, এমএস-কে নিয়ে আসতাম। বর্তমান দলকে ওরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারত। আমি হলে যুবরাজ সিংকেও আনার চেষ্টা করতাম। ২০১১ সালের টুর্নামেন্ট চলাকালীন অনেক কিছু ঘটেছিল যুবরাজের সঙ্গে। বর্তমান দলটার সঙ্গে খোলাখুলি কথা বলার জন্য ওদের অনুরোধ করতাম।”

[আরও পড়ুন: ‘নিঃস্বার্থ অধিনায়কত্ব করতে গিয়ে ধোনির রান কমেছে’, সার্টিফিকেট গম্ভীরের]

এই ভারতীয় দলে একমাত্র বিরাট কোহলি চ্যাম্পিয়ন দলের সদস্য। গিলি বলছেন, ”বিরাট বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য ছিল। ঘরের মাঠে বিশ্বকাপ হচ্ছে এবার। ওরা কীভাবে জিতেছিল, কোন পন্থা অবলম্বন করেছিল, তা শেয়ার করতে বলতাম ওদের। বাহ্যিক শব্দ যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সেরা ক্রিকেট তুলে ধরা সম্ভব হবে।” 

[আরও পড়ুন: খলিস্তানি দাবিকে ‘সমর্থন’ ট্রুডোর, কানাডা থেকে বহিষ্কৃত ভারতীয় শীর্ষ কূটনীতিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement