সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ধর্মতলার সভা থেকে রাজ্য সরকারকে নিশানা করতে গিয়ে রাজ্যে অনুপ্রবেশের জ্বলন্ত সমস্যা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, পাশের রাজ্য অসম যেখানে অনুপ্রবেশ কার্যত শূন্য করে ফেলেছে, সেখানে বাংলার সরকার অনুপ্রবেশকারীদের উৎসাহ দিচ্ছে। এমনকী, কাটমানির বদলে আধার কার্ড, ভোটার কার্ডও বিলি করা হচ্ছে।
ধর্মতলার সভা থেকে অমিত শাহর অভিযোগ,”বাংলায় কেউ কেউ সোশাল মিডিয়ায় প্রকাশ্যে বলছেন, অনুপ্রবেশকারীরা এই নম্বরে যোগাযোগ করলে আধার কার্ড, ভোটার কার্ড পেয়ে যাবেন। অথচ বাংলার পুলিশ নীরব। যে রাজ্যে এত অনুপ্রবেশ সেখানে উন্নয়ন সম্ভব নাকি! এ জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র বিরোধিতা করছেন।”
[আরও পড়ুন: ‘আমি সিনিয়র, সবার শেষে বেরব’, উত্তরকাশীর সাহসী গব্বরে মুগ্ধ সঙ্গী শ্রমিকরা]
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, “বাংলায় অনুপ্রবেশ চরম সীমায় পৌঁছে গিয়েছে। অসমের জনগণ বিজেপির সরকার নির্বাচিত করেছে, সেরাজ্যে আজ সীমানায় একটা পাখিও অনুপ্রবেশ করার সাহস পায় না। শাহর অভিযোগ, বাংলার সরকার অনুপ্রবেশ রুখতে পারেনি। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় অনুপ্রবেশ ইস্যুতে সংসদ চলতে দিত না, সেই মমতার আমলে রাজ্যে অনুপ্রবেশকারীদের দেদার আধার কার্ড-ভোটার কার্ড বিলি হচ্ছে। অথচ, চুপ মুখ্যমন্ত্রী। কাটমানি খেয়ে আধার কার্ড-ভোটার কার্ড দেওয়া হচ্ছে।”
[আরও পড়ুন: মধ্যপ্রদেশে গণনার আগেই খুলল ব্যালট বক্স! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড আধিকারিক]
তৃণমূলের পালটা প্রশ্ন, সীমান্ত রক্ষার দায় তো বিএসএফের। আর বিএসএফ তো শাহের মন্ত্রকের অধীনে। রাজ্যে অনুপ্রবেশ হয়ে থাকলে সেই ব্যর্থতার দায় তো স্বরাষ্ট্রমন্ত্রীর নিজেরও। সীমান্তে অনুপ্রবেশ হলে, সেটা রাজ্য কীভাবে রুখবে।