shono
Advertisement

‘রাজ্য চায় না মানুষ ঘরে ফিরুক’, বিমান বাতিল নিয়ে ক্ষুব্ধ অধীর চৌধুরি

বিমান বাতিল হওয়ায় ঘরে ফিরতে পারলেন না কংগ্রেস সাংসদ। The post ‘রাজ্য চায় না মানুষ ঘরে ফিরুক’, বিমান বাতিল নিয়ে ক্ষুব্ধ অধীর চৌধুরি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:46 PM May 25, 2020Updated: 06:14 PM May 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের দিন নিজের সংসদ এলাকার মানুষের কাছে ফিরতে চেয়েছিলেন। কিন্তু বিমান বিভ্রাটে সেই চাওয়া অধরাই রয়ে গেল কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরির। আর এই বিভ্রাটের জন্য রাজ্য সরকারকে তুলোধনা করলেন কংগ্রেস সাংসদ।তাঁর অভিযোগ, রাজ্য সরকার চায় না মানুষ ঘরে ফিরুক। প্রসঙ্গত, রাজ্যে আমফান ও করোনা আবহে ঘরোয়া বিমান চলাচল শুরুর দিন পিছিয়ে দিয়েছে রাজ্য সরকার।

Advertisement

করোনা ও লকডাউনের জেরে দীর্ঘ দুমাস বন্ধ ছিল ঘরোয়া বিমান পরিষেবা। গত সপ্তাহে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ২৫ তারিক থেকে ঘরোয়া বিমান পরিষেবাচালু হবে। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে বেঁকে বসে কয়েকটি রাজ্য। যার মধ্যে বাংলা অন্যতম। করোনা আবহে আমফানে বিপর্যস্ত এ রাজ্য। তাই ২৫ তারিখ থেকে রাজ্যের বিমানবন্দরে বিমান ওঠানামায় সায় দেয়নি রাজ্য। বদলে দিন পিছনোর আবেদন জানিয়ে কেন্দ্রকে তড়িঘড়ি চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রস্তবে সায় দেয় কেন্দ্রও। ফলে বাংলায় এদিন কোনও বিমান আসতে পারেনি।

[আরও পড়ুন : বিদ্যুতের তার টেনে সংযোগের চেষ্টা, দুই গ্রামের বাসিন্দাদের অশান্তি গড়াল সংঘর্ষে]

আর তাই দিল্লি থেকে মুর্শিদাবাদে ফেরা হয়নি কংগ্রেস সাংসদেরও। জানা গিয়েছে, ২৫ তারিখ ঘরোয়া উড়ান চালু হবে জেনে অধীর চৌধুরী তড়িঘড়ি বাড়ি ফেরার টিকিট কাটেন। সোমবার সকাল সাতটার সময় উড়ান ছিল। ২৪ তারিখ রাত আটটায় জানতে পারেন বিমান বাতিল হয়েছে। তিনি আশায় করেছিলেন, ২৫ তারিখ ইদের দিনে দুপুরের মধ্যে কাছের মানুষদের মধ্যে পৌঁছে যাবেন। কিন্তু তা না হওয়ায় হতাশ হন অধীরবাবু।

[আরও পড়ুন : হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ডুবল বাংলাদেশি বার্জ, উদ্ধার ১২ জন নাবিক]

এদিন কংগ্রেস সাংসদ বলেন, “ভাবুন তো যারা অনেক দূর (পাঞ্জাব/হরিয়ানা) থেকে বাড়ি ফেরার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন, তারা কী করবেন? শোনা যাচ্ছে, ২৮ তারিখ অল্প সংখ্যক প্লেন চালানোর অনুমতি দেবেন মুখ্যমন্ত্রী। ফলে বাড়িতে ফেরার জন্য আবার অপেক্ষা করতে হবে। কারণ মাননীয়া চাইলেন না বাংলার মানুষ ঘরে ফিরুক।”

The post ‘রাজ্য চায় না মানুষ ঘরে ফিরুক’, বিমান বাতিল নিয়ে ক্ষুব্ধ অধীর চৌধুরি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার