সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে আদিত্য এল ১ (Aditya L1)। এবার সেখান থেকে নানা তথ্য সংগ্রহের কাজ শুরু করল ইসরোর (ISRO) এই সৌরযান। সোমবার এক্স প্ল্যাটফর্মে এই খবর জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর আশপাশে কী ধরণের কী ধরনের উপাদান রয়েছে, আপাতত সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে আদিত্য এল ১। প্রসঙ্গত, মঙ্গলবারই পৃথিবীর কক্ষপথের মায়া কাটিয়ে সূর্যের দিকে এগিয়ে যাবে ইসরোর সৌরযান।
ঠিক কী কাজ শুরু করল আদিত্য এল ১? ইসরো জানিয়েছে, কাজ শুরু করেছে সৌরযানের মধ্যে থাকা ‘স্টেপ’ প্রযুক্তি। মূলত সৌরজগতের নানা উপাদান নিয়ে পরীক্ষানিরীক্ষা চালানোই এই স্টেপের কাজ। আদিত্য এল ১-এর গায়ে মোট ছ’টি সেন্সর রয়েছে, যার সাহায্যে সূর্যের কাছাকাছি থাকা আয়ন ও ইলেকট্রন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে। সেই তথ্য বিশ্লেষণের জন্য পাঠানো হবে ইসরোর কাছে।
[আরও পড়ুন: অনন্তনাগে এখনও চলছে এনকাউন্টার, জঙ্গল থেকে উদ্ধার জেহাদির দগ্ধ দেহ]
ইসরোর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে আদিত্য এল ১। সেখান থেকেই তথ্য সংগ্রহ করতে শুরু করেছে সৌর যানের ভিতরে থাকা স্টেপ প্রযুক্তি। আপাতত সৌরযানের মধ্যে থাকা সমস্ত প্রযুক্তিই সঠিকভাবে কাজ করছে বলেই ইসরোর তরফে জানানো হয়েছে।
তবে আদিত্যর আসল অগ্নিপরীক্ষা মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর। ওই দিনই পৃথিবীর কক্ষপথ ছেড়ে সূর্যের কক্ষপথে ঢুকবে ভারতের সৌরযান। ৩ সেপ্টেম্বর প্রথমবার কক্ষপথ বদলেছিল সৌরযান। এরপর একে একে চারবার সেই কক্ষপথ বদলাল। এবার মঙ্গলবার পঞ্চমবার কক্ষপথ বদলানোর সঙ্গে সঙ্গেই পৃথিবীর ‘মায়া’ কাটিয়ে মহাশূন্যে পাড়ি দেবে আদিত্য। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে বেরিয়ে সূর্যের দিকে এগিয়ে চলবে। ১৫ লক্ষ কিমি দূরে এল১ পর্যন্ত যাওয়ার কথা তার।