shono
Advertisement

Breaking News

চতুর্থ বার কক্ষপথ বদলাল আদিত্য এল১, মঙ্গলবারই কাটাবে পৃথিবীর মায়া

৩ সেপ্টেম্বর প্রথমবার কক্ষপথ বদলেছিল সৌরযান।
Posted: 01:13 PM Sep 16, 2023Updated: 01:14 PM Sep 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দ্রযানের (Chandrayaan 3) পর মহাকাশ বিজ্ঞানের ইতিহাসের আরেক মাইলফলক স্থাপন করেছে ইসরো। দেশীয় প্রযুক্তিতে তৈরি সৌরযান ‘আদিত্য এল১’কে (Aditya L1) সূর্যের সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরিকোটা থেকে। এরপর থেকেই লক্ষ্যে অবিচল সে। শনিবার কক্ষপথ চতুর্থ বার বদল করল সৌরযানটি। ইসরো এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। তবে আদিত্যর আসল অগ্নিপরীক্ষা মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর।

Advertisement

৩ সেপ্টেম্বর প্রথমবার কক্ষপথ বদলেছিল সৌরযান। এরপর একে একে চারবার সেই কক্ষপথ বদলাল। এবার মঙ্গলবার পঞ্চমবার কক্ষপথ বদলানোর সঙ্গে সঙ্গেই পৃথিবীর ‘মায়া’ কাটিয়ে মহাশূন্যে পাড়ি দেবে আদিত্য। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে বেরিয়ে সূর্যের দিকে এগিয়ে চলবে। ১৫ লক্ষ কিমি দূরে এল১ পর্যন্ত যাওয়ার কথা তার।

[আরও পড়ুন: বাড়ছে হিন্দুবিদ্বেষ? এবার রামচরিতমানসকে সায়ানাইডের সঙ্গে তুলনা বিহারের মন্ত্রীর]

মাধ্যাকর্ষণ, সূর্যের আলোর জীবনীশক্তি-সহ নানা বিষয়েই পরীক্ষা চালাবে আদিত্য। যানটিতে রয়েছে ৭ টি পে-লোড। যার মধ্যে একটি সূর্য থেকে আসা আলোর পরীক্ষা করবে। বাকি তিনটি প্লাজমা ও ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কাজ করবে। শক্তি নির্ধারণ করবে। সূর্যের আলোক বিচ্ছুরণের ধরন পর্যবেক্ষণের পাশাপাশি ইসরোর সৌরযান সূর্যের আশেপাশের আবহাওয়া পরীক্ষা করবে এবং সঙ্গে সঙ্গে তথ্য পাঠাবে।

[আরও পড়ুন: মানুষের শরীরে শুয়োরের কিডনি প্রতিস্থাপন! ২ মাস কর্মক্ষম রইল অঙ্গ, উচ্ছ্বসিত গবেষকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement