shono
Advertisement

ঘুমের সঙ্গে আপস নয়, বিয়ের আসরে বসেই নিদ্রা গেলেন কনে

ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।
Posted: 02:17 PM Dec 19, 2021Updated: 02:17 PM Dec 19, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ভারতীয় বিয়ে (Wedding) মানেই কয়েকদিন ধরে চলতে থাকা জগঝম্প। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব মিলে দিনভর হইচইয়ের ফাঁকে বিশ্রামের অবসর কই! তার উপর যদি বিয়ে গড়ায় ভোর পর্যন্ত তারপর কি আর ঘুমকে দূরে রাখা সম্ভব? এমনই অবস্থা এক কনের। তাঁকে দেখা গেল বিয়ের আসরেই ঝিমোতে। ভিডিওটি তাঁর অগোচরেই তুলে রাখেন তাঁর কোনও বন্ধু। মজাচ্ছলে তোলা সেই ভিডিও ভাইরাল (Viral video) হয়ে গিয়েছে দ্রুত। নেটিজেনরা মজা পেয়েছেন ভিডিও দেখে।

Advertisement

নেট দুনিয়ায় কত কিছুই ভাইরাল হয়। প্রযুক্তির উন্নতির ফলে যে কোনও মুহূর্তই আচমকা ইন্টারনেটে ছড়িয়ে পড়তে পারে। সেই ভিড়েই এবার এই নতুন মজাদার ভিডিও। ঠিক কী দেখা গিয়েছে ভিডিওয়? সেখানে অপরূপ এক লাল শাড়ি পরিহিত কনেকে দেখা যাচ্ছে একটি সোফায় বসে ঢুলতে। বরকে দেখা যায় তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে।

[আরও পড়ুন: এই না হলে প্রেম! প্রেমিকার জন্য দামি উপহার কিনতে ডাকাতি করল ৩ যুবক]

নববধূকে দেখে বোঝা যাচ্ছে, সেই মূহূর্তে ঘুমের অচেতনে তলিয়ে রয়েছেন তিনি। তাই তাঁর ওই মুহূর্তের ভিডিও যে তোলা হচ্ছে সে সম্পর্কে কিছু বুঝে ওঠাই সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। ভিডিওর ক্যাপশনে লেখা ”এই দেখুন ঘুমন্ত কনে। সকাল তখন সাড়ে ৬টা। বিয়ে তখনও চলছে।”

ভিডিওটি তোলার পরে আপলোড করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ঘুমন্ত ওই কনেকে দেখে নানা মন্তব্য করেন নেটিজেনরা। অনেকেই মুগ্ধ ওই তরুণীকে দেখে। একজন ইউজার লিখেছেন, ”আপনাকে এভাবে খুব সুন্দর দেখাচ্ছে।” আরেকজনের কমেন্ট, ”এমন সুন্দর ভিডিও আর দেখিনি।” আবার কেউ মজা করে লিখেছেন, ”এটা আমি।” অর্থাৎ তিনিও বিয়ের আসরে এভাবেই ঘুমিয়ে পড়তে পারেন। এমনই নানা সরস ও রসস্নিগ্ধ কমেন্ট করেছেন নেটিজেনরা।

[আরও পড়ুন: ট্রেনে ধূমপান করায় জরিমানা, অবাক কাণ্ড ঘটিয়ে মোক্ষম বদলা নিল যুবক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার