বাবুল হক, মালদহ: রাজ্যের মন্ত্রীর ছবি দেওয়া তৃণমূলের ফেসবুক পেজ থেকে অশ্লীল ভিডিও পোস্ট। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল মালদহ জুড়ে। ঘটনার নেপথ্যে বিরোধীদের হাত রয়েছে বলেই দাবি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সোশাল মিডিয়া। সব রাজনৈতিক দলগুলো প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করে এই অ্যাপ। মালদহ তৃণমূলের তরফে একটি পেজ পরিচালনা করা হত যার নাম, “মোথাবাড়ি তৃণমূল যুব কংগ্রেস”। যার প্রোফাইল ছবিতে রয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। সম্প্রতি ওই পেজটি থেকে দুটি অশ্লীল ভিডিও পোস্ট করা হয় বলে অভিযোগ। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে। শুরু হয় শোরগোল।
[আরও পড়ুন: সাঁইথিয়া জুড়ে জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার, ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল]
বিষয়টি নজরে পড়তেই মালদহ জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের তরফে। মোথাবাড়ি ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আর্জি জানান। এই ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর দাবি, এটি বিরোধীদের চক্রান্ত। জানা গিয়েছে, মোথাবাড়ির তৃণমূল নেতারা কয়েক বছর আগে ওই পেজ খুলেছিলেন। মনে করা হচ্ছে, কেউ বা কারা পেজটি হ্যাক করেছে। ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।