shono
Advertisement

Breaking News

পুতুলের পর এবার তৈমুরকে নিয়ে হতে চলেছে সিনেমা!

মধুর ভাণ্ডারকর নাকি তাঁর পরের ছবি রেজিস্ট্রি করিয়েছেন ‘তৈমুর’ নামে। The post পুতুলের পর এবার তৈমুরকে নিয়ে হতে চলেছে সিনেমা! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:24 PM Dec 16, 2018Updated: 03:24 PM Dec 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও দু’বছর বয়স হয়নি। অথচ এই বয়সেই প্রায় প্রতিদিনই শিরোনামে থাকা রপ্ত করে ফেলেছে তারকা সন্তান তৈমুর আলি খান। জন্ম থেকেই স্পটলাইটে রয়েছে সইফ-করিনাপুত্র৷ ইতিমধ্যেই এই খুদের আদলে পুতুল তৈরি হয়েছে। তা নিয়ে নেটদুনিয়ায় আলোচনাও হয়েছে প্রচুর৷ কেরলের ব্যবসায়ীর এই উদ্যোগে যথেষ্ট খুশি হয়েছিলেন করিনা৷ এরই মাঝে আবার নয়া গুঞ্জন৷ শোনা যাচ্ছে, পুতুলের পর এবার নাকি তৈমুরকে নিয়ে তৈরি হবে সিনেমাও!

Advertisement

[ইশার বিয়েতে খাবার পরিবেশন করছেন অমিতাভ-আমির, ভিডিও ভাইরাল]

আগামী ২০ ডিসেম্বর দু’বছর পূর্ণ হবে তৈমুরের। কোথায়, কীভাবে নিজেদের ছেলের জন্মদিন পালন করবেন তাঁরা, সে বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি করিনা-সইফ৷ তবে শোনা যাচ্ছে, আগামী ২০ ডিসেম্বর নাকি পার্টির আয়োজন করেছেন সেলিব্রিটি দম্পতি৷ পার্টিতে বি-টাউনের প্রথম সারির তারকারা তো বটেই, তৈমুরের স্কুলের বন্ধুরাও নাকি হাজির থাকবে। এদিকে, দিনকয়েক আগে প্রি-বার্থডে পার্টির ছবি ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। করিশ্মা কাপুর, সোহা আলি খান, মালাইকা আরোরা নিজেদের সন্তানদের নিয়ে হাজির ছিলেন এই অনুষ্ঠানে।এই ছবিগুলি মন ছুঁয়েছে নেটিজেনদের৷ 

[OMG! দেশের বাজারে দেদার বিকোচ্ছে তৈমুরের মতো দেখতে পুতুল!]

রাজকীয় ব্যাপার বোধহয় একেই বলে! জন্ম থেকেই স্পটলাইটে সইফ আলি খান ও করিনা কাপুরের ছেলে তৈমুর আলি খান পতৌদি। তাকে নিয়ে উৎসাহের অন্ত নেই৷ দিনকয়েক আগে কেরলের একটি খেলনার দোকানে তৈমুরের আদলে পুতুল দেখা যায়। পরিচালক অশ্বিনী ইয়াদরি তার একটি ছবি টুইট করেছিলেন। সেই ছবি বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

পুতুলের পর এবার তৈমুরকে নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা! শোনা যাচ্ছে, মধুর ভাণ্ডারকর নাকি তাঁর পরের ছবি রেজিস্ট্রি করিয়েছেন ‘তৈমুর’ নামে। তবে এ ছবি পতৌদি পরিবারের খুদে সদস্যকে নিয়ে তৈরি হবে কিনা, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে পরিচালক মুখ তো খোলেননি, প্রতিক্রিয়া  পাওয়া যায়নি  সইফ-করিনারও৷ 

The post পুতুলের পর এবার তৈমুরকে নিয়ে হতে চলেছে সিনেমা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement