shono
Advertisement
Bhawanipore Club

ত্রিমুকুট জয় ভবানীপুরের, সিএবি লিগ, প্রথম ডিভিশন ওয়ানডে খেতাবের পরে জেসি মুখার্জিতেও চ্যাম্পিয়ন

ত্রিমুকুট জিতে নজির ভবানীপুরের।
Published By: Krishanu MazumderPosted: 10:04 PM Jul 01, 2024Updated: 10:35 PM Jul 01, 2024

আলাপন সাহা: ঘরোয়া ক্রিকেটে ত্রিমুকুট জিতল ভবানীপুর। একই ক্রিকেট মরশুমে সিএবি লিগ, প্রথম ডিভিশন ওয়ানডে খেতাবের পরে সোমবার জেসি মুখার্জি ট্রফিতেও চ্যাম্পিয়ন হল তারা। এর আগে ভবানীপুর কখনও ত্রিমুকুট জয় করেনি। সেই নিরিখে বিচার করলে এবার নজিরই গড়ল ভবানীপুর (Bhawanipore Club)। 
এদিন জেসি মুখার্জি ট্রফির সেমিফাইনালে মহামেডান স্পোর্টিংকে (Mohammedan Sporting) হারিয়ে ফাইনালের টিকিট জোগাড় করে নেয় ভবানীপুর। বিকেলে মোহনবাগানের সঙ্গে ফাইনালে মুখোমুখি হয় তারা। কিন্তু বৃষ্টির জন্য আট ওভারের পর খেলা আর চালানো সম্ভব হয়নি। যুগ্মজয়ী ঘোষণা করা হয় ভবানীপুর ও মোহনবাগানকে। স্বাভাবিক ভাবেই ত্রিমুকুট জিতে উল্লসিত ভবানীপুরের ক্রিকেটাররা। 

Advertisement

[আরও পড়ুন: ইস্টবেঙ্গলের প্রাক্তন স্প্যানিশ কোচের নতুন ঠিকানা বাংলাদেশের নামী ক্লাব! কথা চূড়ান্ত]

গোটা ক্রিকেট মরশুমে এবার ভবানীপুর দাপট দেখিয়েছে। এদিন জেসি মুখার্জি ট্রফির শেষ চারের লড়াইয়ে মহামেডানের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভবানীপুর। ঘটনাক্রমে সিএবি দু’দিনের লিগে এই রেড রোডের ধারের ক্লাবকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভবানীপুর। সেই ফাইনাল ড্র হলেও  প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারণে ভবানীপুরই চ্যাম্পিয়ন হয়। 
ইডেনে প্রথম ডিভিশন ওয়ানডের রুদ্ধশ্বাস ফাইনালে বড়িশাকে হারিয়ে চ‌্যাম্পিয়ন হয়েছিল ভবানীপুর (Bhawanipore Club)। এমন স্বপ্নের দৌড়ের পরে সোমবার জেসি মুখার্জি ট্রফিও মোহনবাগানের সঙ্গে যুগ্মভাবে জিতে ত্রিমুকুট জয় সম্পূর্ণ করে তারা।

[আরও পড়ুন: রোহিতের প্রশংসা করে বাবরের নেতৃত্বের সমালোচনায় প্রাক্তন পাক অধিনায়ক, কী বললেন তিনি?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘরোয়া ক্রিকেটে ত্রিমুকুট জিতল ভবানীপুর।
  • একই ক্রিকেট মরশুমে সিএবি লিগ, প্রথম ডিভিশন ওয়ানডে খেতাবের পরে সোমবার জেসি মুখার্জি ট্রফিতেও চ্যাম্পিয়ন হল তারা।
  • এর আগে ভবানীপুর ত্রিমুকুট জয় করেনি। সেই নিরিখে বিচার করলে এবার নজিরই গড়ল ভবানীপুর (Bhawanipore Club)। 
Advertisement