shono
Advertisement

মোদি ফিরতেই ত্রস্ত দাউদ, পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক ডনের

সূত্রের খবর, পাক গোয়েন্দা সংস্থার কাছে নিরাপত্তা বাড়ানোর আরজি জানিয়েছে দাউদ৷ The post মোদি ফিরতেই ত্রস্ত দাউদ, পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক ডনের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:46 PM May 25, 2019Updated: 05:46 PM May 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নির্বাচনের আগেই মাসুদ আজহার ইস্যুতে বড়সড় সাফল্য পেয়েছে কেন্দ্রের বিদায়ী মোদি সরকার৷ জঙ্গিনেতার মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে চিন৷ ফলে রাষ্ট্রসংঘের নির্দেশে এখন আন্তর্জাতিক জঙ্গির তকমা লেগেছে মাসুদের গায়ে৷ এবং ইতিমধ্যে আরও বড় জনাদেশ নিয়ে দ্বিতীয়বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদি৷ মাসুদের পর তবে এবার কি দাউদের পালা? সত্রের খবর, বর্তমানে এই চিন্তাই নাকি তাড়িয়ে বেড়াচ্ছে এই আন্ডারওয়ার্ল্ড ডনকে৷ সেজন্যই নাকি সদ্যই পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানে ঘাপটি মেরে থাকা দাউদ৷ এবং সম্পূর্ণ বৈঠকে নাকি মোদির দ্বিতীয়বার ফিরে আসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে সে৷

Advertisement

[ আরও পড়ুন: ‘পারলাম না’, ব্রেক্সিট জটের দায় নিয়ে পদ ছাড়ছেন টেরেসা মে]

আন্তর্জাতিক মঞ্চে একাধিক কেন্দ্রের বিদায়ী মোদি সরকার অভিযোগ করেছে যে, হাফিজ সইদ, মাসুদ আজহার, দাউদের মতো সন্ত্রাসবাদী ও আন্ডারওয়ার্ল্ড ডনদের আস্তানা দিচ্ছে পাকিস্তান৷ সেদেশেই বেড়ে উঠছে একাধিক জঙ্গিগোষ্ঠী৷ সন্ত্রাসীদের স্বর্গরাজ্য পরিণত হয়েছে পাকিস্তান৷ পাক সেনা ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতে ভারতবিরোধী কাজ করে চলেছে জঙ্গিগোষ্ঠীগুলি৷ এই দাবির স্বপক্ষে আন্তর্জাতিক মহলে একাধিক দাবিও পেশ করেছে কেন্দ্র৷ এমনকী, গত পাঁচ বছরে দু’বার পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছে ভারতীয় সেনা ও বায়ুসেনা৷ এরপর রাষ্ট্রসংঘেও ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো একাধিক দেশ৷ এবং চিনের উপর চাপ তৈরি করে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে আন্তর্জাতিক এই সংগঠনটি৷ যা কেন্দ্রের বিদায়ী মোদি সরকারের বিদেশনীতির একটা বড় সাফল্য বলেই মনে করছে কূটনৈতিক মহল৷

[ আরও পড়ুন:বিপুল জয়ের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন ইমরান খান ]

ওয়াকিবহাল মহলের মতে, জঙ্গিবাদের বিরুদ্ধে বিদায়ী মোদি সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে, তাতে যথেষ্ট আতঙ্কিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ৷ এবং সেকারণেই নিরাপত্তার খাতিরে পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে দাউদ বৈঠক করেছে৷ সূত্রের খবর, বৈঠকে পাক গোয়েন্দা সংস্থার কাছে আরও বেশি নিরাপত্তা দাবি করেছে ডি কোম্পানির অধিপতি৷

The post মোদি ফিরতেই ত্রস্ত দাউদ, পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক ডনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement