সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নির্বাচনের আগেই মাসুদ আজহার ইস্যুতে বড়সড় সাফল্য পেয়েছে কেন্দ্রের বিদায়ী মোদি সরকার৷ জঙ্গিনেতার মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে চিন৷ ফলে রাষ্ট্রসংঘের নির্দেশে এখন আন্তর্জাতিক জঙ্গির তকমা লেগেছে মাসুদের গায়ে৷ এবং ইতিমধ্যে আরও বড় জনাদেশ নিয়ে দ্বিতীয়বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদি৷ মাসুদের পর তবে এবার কি দাউদের পালা? সত্রের খবর, বর্তমানে এই চিন্তাই নাকি তাড়িয়ে বেড়াচ্ছে এই আন্ডারওয়ার্ল্ড ডনকে৷ সেজন্যই নাকি সদ্যই পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানে ঘাপটি মেরে থাকা দাউদ৷ এবং সম্পূর্ণ বৈঠকে নাকি মোদির দ্বিতীয়বার ফিরে আসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে সে৷
[ আরও পড়ুন: ‘পারলাম না’, ব্রেক্সিট জটের দায় নিয়ে পদ ছাড়ছেন টেরেসা মে]
আন্তর্জাতিক মঞ্চে একাধিক কেন্দ্রের বিদায়ী মোদি সরকার অভিযোগ করেছে যে, হাফিজ সইদ, মাসুদ আজহার, দাউদের মতো সন্ত্রাসবাদী ও আন্ডারওয়ার্ল্ড ডনদের আস্তানা দিচ্ছে পাকিস্তান৷ সেদেশেই বেড়ে উঠছে একাধিক জঙ্গিগোষ্ঠী৷ সন্ত্রাসীদের স্বর্গরাজ্য পরিণত হয়েছে পাকিস্তান৷ পাক সেনা ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতে ভারতবিরোধী কাজ করে চলেছে জঙ্গিগোষ্ঠীগুলি৷ এই দাবির স্বপক্ষে আন্তর্জাতিক মহলে একাধিক দাবিও পেশ করেছে কেন্দ্র৷ এমনকী, গত পাঁচ বছরে দু’বার পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছে ভারতীয় সেনা ও বায়ুসেনা৷ এরপর রাষ্ট্রসংঘেও ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো একাধিক দেশ৷ এবং চিনের উপর চাপ তৈরি করে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে আন্তর্জাতিক এই সংগঠনটি৷ যা কেন্দ্রের বিদায়ী মোদি সরকারের বিদেশনীতির একটা বড় সাফল্য বলেই মনে করছে কূটনৈতিক মহল৷
[ আরও পড়ুন:বিপুল জয়ের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন ইমরান খান ]
ওয়াকিবহাল মহলের মতে, জঙ্গিবাদের বিরুদ্ধে বিদায়ী মোদি সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে, তাতে যথেষ্ট আতঙ্কিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ৷ এবং সেকারণেই নিরাপত্তার খাতিরে পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে দাউদ বৈঠক করেছে৷ সূত্রের খবর, বৈঠকে পাক গোয়েন্দা সংস্থার কাছে আরও বেশি নিরাপত্তা দাবি করেছে ডি কোম্পানির অধিপতি৷
The post মোদি ফিরতেই ত্রস্ত দাউদ, পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক ডনের appeared first on Sangbad Pratidin.