shono
Advertisement

মাত্র ১০ টাকা কেজি দরে বাজারে আসছে ‘দশেরি আম’

আকারে হয়তো অন্য বছরের তুলনায় একটু ছোট হবে দশেরি আম৷ The post মাত্র ১০ টাকা কেজি দরে বাজারে আসছে ‘দশেরি আম’ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:38 PM Jun 10, 2016Updated: 10:08 AM Jun 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই গরমে ছন্দে, গীতিতে না হলেও বর্ণে, গন্ধে, স্বাদে প্রেমের বিন্দু বলতেই প্রথমেই মনে পড়ে আমের কথা৷ অমৃতফল৷ বিশ্বসেরা সেই দশেরি আম এবার বাজারে আসছে, তাও অবিশ্বাস্য কম দামে৷ উত্তরপ্রদেশ এবার পুরাণের বলি রাজার ভূমিকায়৷ বলি যেমন তাঁর দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন সর্বত্র, তেমনই আমজনতার রসনা তৃপ্তির জন্য অঢেল পরিমাণে দশেরি আম সরবরাহ করবে উত্তরপ্রদেশ সরকার৷ প্রায় ৪৭ লক্ষ টন আমের ফলন হয়েছে এ রাজ্যে৷ বর্ষা নামলে আমের ফলন আরও বাড়বে বলেই আশা কৃষিবিজ্ঞানীদের৷ প্রতি কিলোগ্রাম ২৫ টাকা থেকে ৪০ টাকায় বাজারে আসছে সুস্বাদু দশেরি আম৷ এমনকী প্রতি কিলোগ্রাম ১০ টাকায়ও মিলতে পারে সঠিক সময়ে বর্ষা রাজ্যে প্রবেশ করলে৷
কবির বর্ণনায় সেই ‘মঞ্জরী গো মঞ্জরী, আমের মঞ্জরী’ কবে ফলে পরিণত হবে তার অপেক্ষাতেই থাকে এদেশের নাগরিকরা৷ আম খেতে ভালবাসেন না, এমন লোক মেলা দুষ্কর৷ ঝড়বৃষ্টি, দুর্যোগ পেরিয়েও এবার উত্তরপ্রদেশের বিশ্ববিখ্যাত সেই দশেরি আমই প্রায় ৪৬-৪৭ লক্ষ টন ফলেছে৷ ম্যাঙ্গো গ্রোয়ারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেণ্ট ইনসরাম আলি বলেন, “অসময়ের বৃষ্টিতে ক্ষতি হলেও গত বছরও গ্রীষ্মের শুরুতে প্রায় ৪০-৪২ লক্ষ টন আমের ফলন হয়েছিল৷ এ বছর ফলন আরও বেশি ভাল৷”
আলি বলেন, আমের দামও সাধ্যের মধ্যেই থাকবে, তবে আকারে হয়তো অন্য বছরের তুলনায় একটু ছোট হবে দশেরি আম৷ বর্ষা ভাল মতো চলে এলে আমের দাম কমে প্রতি কিলোগ্রামে ১০ টাকায় নেমে আসতে পারে বলে জানান তিনি৷ মলিলহাবাদের অন্যতম সুস্বাদু দশেরি আমের ‘সেল্ফ লাইফ’ খুব একটা বেশি নয়৷ অর্থাত্‍ বেশিদিন রেফ্রিজারেটরে রেখে একে খাওয়ার আশা করা ভুল৷ ফলে বর্ষায় এই আমের দর কমে যায়৷ যদিও স্বাদে গন্ধে একইরকম অতুলনীয় থাকে৷ মুম্বই ও দিল্লিতে দশেরি আম সবচেয়ে বেশি বিক্রি হয়৷ এছাড়াও উপসাগরীয় এলাকার দেশগুলিতে ও অন্যান্য দক্ষিণ-এশিয়ার দেশগুলিতে এই আম রফতানি করা হয়৷ লখনউ, মলিলহাবাদ, বক্সি-কা-তালাব, সাহারানপুর, সম্ভল, অমরোহা, মুজফফরনগর এই জায়গাগুলি ম্যাঙ্গো-বেল্ট বলে পরিচিত৷ দশেরি ছাড়াও উত্তরপ্রদেশের ল্যাংড়া, চোষা, আম্রপালী, মল্লিকা এই জাতের আমগুলিও বাজারে মিলবে সহজে৷
লখনউয়ের বেল্টটি প্রায় ২৫ হাজার হেক্টর এলাকাজুড়ে অবস্থিত৷ বিশ্বের ৭৫ শতাংশ দশেরি আম এই এলাকায় উৎপাদন হয়৷ আম রফতানির ক্ষেত্রে রাজ্য সরকারের সাহায্য খুব কমই পাওয়া যায়, এমন অভিযোগও রয়েছে৷ রাজ্য সরকার প্রতি কিলোগ্রামে ২৬ টাকা ভরতুকি দিচ্ছে৷

Advertisement

The post মাত্র ১০ টাকা কেজি দরে বাজারে আসছে ‘দশেরি আম’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement