সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাশেজ হাতছাড়ার আশঙ্কায় ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষে ম্যাচের যা পরিস্থিতি, তাতে সিরিজ বাঁচানো কার্যত কঠিন বেন স্টোকসদের কাছে। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ২০৭ রান করে ধুঁকছে ইংল্যান্ড। জয়ের জন্য এখনও দরকার ২২৮ রান। যা মোটেও সহজ নয়।
অ্যালেক্স ক্যারির সেঞ্চুরির সৌজন্যে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৭১ রান। জবাবে দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেটে ২১৩ রান করে চাপে ছিল ইংল্যান্ড। অপরাজিত ছিলেন বেন স্টোকস (৪৫) এবং জোফরা আর্চার (৩০)। তৃতীয় দিনের শুরু থেকেই দুরন্ত খেলেন ইংল্যান্ড অধিনায়ক। অবশেষে মিচেল স্টার্কের বলে ৮৩ রানে সাজঘরে ফেরেন। হাফসেঞ্চুরি করেন আর্চারও। শেষ পর্যন্ত ২৮৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৮৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া ট্রাভিস হেডের নজির গড়া সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয় ইনিংসে অজি বাহিনীর রান ৪ উইকেটে ২৭১।
ইংল্যান্ডের থেকে ৩৫৬ রানে এগিয়ে পঞ্চম দিনে নামে অজি বাহিনী। তবে এদিন অবশ্য ইংল্যান্ড বোলারদের সামনে খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেননি অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে ১৪২ রানে অপরাজিত থাকা হেড ফিরলেন হেড। অ্যালেক্স ক্যারি ফিরলেন ৭০ রানে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ৩৪৯ রানে। জশ টং নেন ৪টি এবং ব্রাইডন কার্স ৩টি উইকেট নেন। জোফরা আর্চার, উইল জ্যাকস এবং বেন স্টোকস ১টি করে উইকেট নেন।
৪৩৫ রানের লক্ষ্য নিয়ে ইংল্যান্ড ৩১ রানের মধ্যেই ২ উইকেট হারায়। ওপেনার জ্যাক ক্রলি (৮৫) একমাত্র রুখে দাঁড়িয়েছিলেন। মাঝের সারিতে জো রুট (৩৯) এবং হ্যারি ব্রুক (৩০) কিছুটা চেষ্টা করেছিলেন। তবে প্যাট কামিন্স এবং নাথান লিওঁর অনবদ্য বোলিং তাঁদের বড় ইনিংস গড়তে দেয়নি। দুই অজি বোলারই নিয়েছেন ৩টি করে উইকেট। ইংল্যান্ডের জেতার জন্য দরকার এখনও ২২৮ রান। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তবে অতি বড় ইংল্যান্ড সমর্থকও স্টোকসদের হয়ে বাজি ধরতে পারছেন না। উল্লেখ্য, অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে অজিরা। অ্যাডিলেডে হারলে সিরিজ খোয়াবে ইংল্যান্ড।
