shono
Advertisement

এবার চালু হোক বন্দে ভারত মেট্রো পরিষেবা, রেলকে প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী এক বছরের মধ্যে এই ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে।
Posted: 04:47 PM Feb 05, 2023Updated: 04:47 PM Feb 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Train) সাফল্যের পর এবার বন্দে ভারত মেট্রো চালুর পথে কেন্দ্র। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনিয়ে ব্লু প্রিন্ট তৈরির নির্দেশ দিয়েছে রেলমন্ত্রককে। এমনই তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কাছাকাছি অবস্থিত দু’টি বড় স্টেশনের মাঝে চলাচল করবে এই নতুন ট্রেন।

Advertisement

ইউরোপের রিজিওয়াল ট্রান্সের অনুকরণে তৈরি হবে ভারতের বন্দে ভারত মেট্রো। যা ১০০ কিলোমিটারের মধ্যে থাকা দু’টি স্টেশনের মধ্যে চলাচল করবে। তার পরিষেবা হবে অত্যন্ত ঘনঘন। যাত্রী স্বাচ্ছন্দ্য হবে বিশ্বমানের। এ প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বন্দে ভারত সফল হওয়ার পরই বিশ্বমানের আঞ্চলিক পরিবহণ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যার নাম দেওয়া হবে বন্দে ভারত মেট্রো। আগামী এক বছরের মধ্যে এই ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। আগামী ১২-১৪ মাসের মধ্যে ট্রেনের প্রোটোটাইপ প্রকাশ্যে আনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী।

[আরও পড়ুন: ‘সুশান্তের মতো পরিণতি হোক চাই না’, মন্তব্য রাখি সাওয়ান্তের স্বামীর, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?]

কেন্দ্রীয় বাজেটে (Union Budget) পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) কথা উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। যাকে কেন্দ্রের তরফে ‘বন্দে মেট্রো’ও বলা হচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) টুইট করে জানান, চলতি বছরে ডিসেম্বর মাসের মধ্যে হাইড্রোজেন ট্রেনের চাকা গড়াবে দেশের মাটিতে।

প্রাথমিকভাবে নীলগিরি মাউন্টেন রেলওয়ে রুটে চলবে দূষণহীন এই ট্রেন। সূত্রের খবর, পরবর্তী ধাপে দার্জিলিং পাহাড়েও ছুটবে হাইড্রোজেন ট্রেন। অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling himalayan Railway) রুটে দেখা যাবে এই ট্রেনকে। এবার আঞ্চলিক পরিবহণকে আরও উন্নত করতে বন্দে ভারত মেট্রো নামে নয়া ট্রেন আনার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী। 

[আরও পড়ুন: মাড়গ্রামে জখম তৃণমূল কর্মীর SSKM হাসপাতালে মৃত্যু, হামলার নেপথ্যে মাওবাদী! সন্দেহ ফিরহাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement