shono
Advertisement
Amit Shah

'বিজেপিকে ভোট দিন, সব অনুপ্রবেশকারীকে তাড়াব', অসমে গিয়ে হুঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

অনুপ্রবেশে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, বললেন শাহ।
Published By: Saurav NandiPosted: 07:47 PM Dec 29, 2025Updated: 08:21 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় ফেরালে সব অনুপ্রবেশকারীকে তাড়াবে বিজেপি। অসমে গিয়ে আবার হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

Advertisement

সোমবার অসমের নগাঁওয়ে নব্যবৈষ্ণব ধর্মের প্রচারক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন শাহ। সেখানে তিনি বলেন, "শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানও জবরদখল করে নিয়েছিল অনুপ্রবেশকারীরা। আমরা খালি করিয়েছি। তার পরই শ্রীমন্ত শঙ্করদেবের এই জন্মস্থান পুনর্নির্মাণ করা হল। শুধু এই এলাকাই নয়, রাজ্যের আরও এক লক্ষ বিঘা জমি থেকে অনুপ্রবেশকারীদের উৎখাত করা হয়েছে। কংগ্রেসই ওদের ওখানে এনে রেখেছিল। কারণ ওরা কংগ্রেসকে ভোট দেয়। ওরা কংগ্রেসের ভোটব্যাঙ্ক।"

বিজেপিকে আরও পাঁচ বছরের জন্য রাজ্যে ক্ষমতায় আনার আহ্বান জানান শাহ (Amit Shah)। বলেন, "বিজেপিকে ভোট দিন। সব অনুপ্রবেশকারীকে তাড়াব। শুধু অসম থেকেই নয়, গোটা দেশ থেকে। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ধন্যবাদ জানাতে চাই। ওঁর সরকারই অনুপ্রবেশকারীদের দখল করা জমি উদ্ধার করেছে। অনুপ্রবেশে জাতীর নিরাপত্তা বিঘ্নিত হয়। অসমের সংস্কৃতিও নষ্ট হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য। একমাত্র বিজেপিই পারে অনুপ্রবেশ ঠেকাতে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় ফেরালে সব অনুপ্রবেশকারীকে তাড়াবে বিজেপি।
  • অসমে গিয়ে আবার হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • সোমবার অসমের নগাঁওয়ে নব্যবৈষ্ণব ধর্মের প্রচারক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন শাহ।
Advertisement