সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনে এক পরিযায়ী শ্রমিককে কাটারি দিয়ে কোপাল একদল নাবালক। পরে আক্রান্তের পাশে দাঁড়িয়েই উল্লাসে মাতল অভিযুক্তরা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায়। এমনকী গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে হামলাকারীরা। সামাজমাধ্যমে সেটি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই পরিযায়ী শ্রমিক।
পুলিশ সূত্রে খবর, আক্রান্তের নাম সিরাজ। তিনি ওড়িশার বাসিন্দা। সম্প্রতি চেন্নাই থেকে তিরুথানি রুটের একটি ট্রেনে তিনি সওয়ার হয়েছিলেন। সেই সময় আচমকা তাঁর উপর হামলা চালায় চারজন নাবালক। প্রত্যেকের হাতেই ছিল কাটারি। অভিযোগ, বেধড়ক মারধরের পর তাঁকে কাটারি দিয়ে কোপায় অভিযুক্তরা। এখানেই শেষ নয়। এরপর যুবককে ট্রেন থেকে নামিয়ে স্টেশনের কাছে একটি নির্জন স্থানে নিয়ে যায় হামলাকারীরা। সেখানেও তাঁকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে নাবালকদের বিরুদ্ধে। গোটা ঘটনাটির ভিডিও রেকর্ড করে নাবালকরা। সেখানে দেখা গিয়েছে, সিরাজের উপর হামলা চালানোর পর তাঁরা বিজয় উল্লাসে মাতে।
ঘটনার তদন্তে নেমে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। হাজির করানো হয় আদালতেও। তাদের প্রত্যেকের বয়স ১৭। সূত্রের খবর, চারজনের মধ্যে একজন জামিন পেয়ে গিয়েছে। বাকিদের পাঠানো হয়েছে হোমে। গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপাড্ডি কে পালানিস্বামী। এমকে স্ট্যালিন সরকারকেই তিনি কাঠগড়ায় তুলেছেন। তাঁর কথায়, "ডিএমকে সরকার তামিলনাড়ুকে এমন বর্বর বানিয়ে দিয়েছে।"
