shono
Advertisement
Rajasthan

এবার রাজস্থানে বেলাইন ট্রেনের ৩টি কামরা, ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা!

শনিবার সন্ধ্যে নাগাদ উত্তরপ্রদেশের আমরোহায় লাইনচ্যুত হয়েছিল ট্রেনের ৭টি কামরা।
Published By: Amit Kumar DasPosted: 01:56 PM Jul 21, 2024Updated: 01:56 PM Jul 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের পর এবার রাজস্থান। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। শনিবার গভীর রাতে রাজস্থানের আলোয়ারে উলটে গেল মালগাড়ির ৩টি কামরা। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল। এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের নিরাপত্তা নিয়ে।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়িটি আলোয়ারের দিকে যাচ্ছিল। যাত্রাপথে পুলিয়ায় বাবু শোভারাম কলেজের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। দাবি করা হচ্ছে, রাত ২টো ৩০ নাগাদ হঠাৎ ভীষণ আওয়াজ করে উলটে যায় ট্রেনের যায় ট্রেনের ৩টি কামরা। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও নিরাপত্তারক্ষীরা। রেলের লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে দীর্ঘক্ষণ ওই রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। মাঝপথে থমকে যায় আলোয়ার-মথুরাগামী ট্রেন। কামরাগুলিকে সরানো ও লাইন মেরামতের পর ফের ওই জায়গা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় বলে জানানো হয়েছে।

[আরও পড়ুন: ফের বেলাইন রেল, উত্তরপ্রদেশে উলটে গেল ৭টি কামরা, বিস্তর ক্ষয়ক্ষতির আশঙ্কা]

এই দুর্ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে শনিবার সন্ধ্যে নাগাদ উত্তরপ্রদেশের আমরোহায় গাজিয়াবাদ ও মোরাদাবাদ স্টেশনের মাঝে বেলাইন হয়ে হয়ে যায় এক মালগাড়ির ৭টি কামরা। মালবাহী গাড়ি উলটে যাওয়ায় একাধিক ভারী কন্টেনার এদিক ওদিকে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় দিল্লি থেকে লখনউগামী রেল চলাচল। এর পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।

[আরও পড়ুন: টপার ছিলেন ৬ জন, নিটের পুনর্মূল্যায়নে ‘ভ্যানিশ’ হরিয়ানার কোচিং সেন্টারের মেধাবীরা]

উল্লেখ্য, পর পর দুর্ঘটনায় এমনিতেই প্রশ্নের মুখে ভারতীয় রেলের যাত্রী নিরাপত্তা। গত ১৭ জুন উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক-সহ মোট ১০ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৫০ জন। সেই রেশ কাটার আগে ফের গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হয় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ট্রেনটির ১০ থেকে ১২টি কামরা। মৃত্যু হয় ২ জন যাত্রীর। বহু যাত্রী আহত হন। এর পরও ভারতীয় রেলযাত্রার বিভীষিকা কাটানোর কোনও উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার গভীর রাতে রাজস্থানের আলোয়ারে উলটে গেল মালগাড়ির ৩টি কামরা।
  • দুর্ঘটনার জেরে ওই রুটে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল।
  • কোনও হতাহতের ঘটনা না ঘটলেও বার বার এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের নিরাপত্তা নিয়ে।
Advertisement