shono
Advertisement

‘গাভাসকর না ছাড়লে কোহলি জন্মাত না’, ফের রাজনীতি থেকে ‘অবসর’জল্পনা উসকে দিলেন মদন

'ছেলে, নাতি এদের সুযোগ দিলে ভাল হত', আগেই জানিয়েছেন কামারহাটির বিধায়ক।
Posted: 07:27 PM Sep 14, 2022Updated: 10:44 PM Sep 14, 2022

অর্ণব দাস, বারাকপুর: বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) পর রাজনীতি থেকে অবসরের জল্পনা উসকে দেন আরেক তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। ফের সেই ইঙ্গিত দিলেন তিনি। সুনীল গাভাসকর খেলা না ছাড়লে বিরাট কোহলির জন্ম হত না। শচীন তেন্ডুলকর খেলা না ছাড়লে পরবর্তী প্রজন্ম তৈরি হত না। ক্ষমতা ধরে রাখা প্রসঙ্গে বুধবার বেলঘরিয়ার (Belgharia) এক অনুষ্ঠানে কামারহাটির বিধায়ক মদন মিত্র এমন মন্তব্য করেন। ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই মদনের অবসর নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement

ভাইরাল ভিডিওতে মদন মিত্রকে বলতে শোনা যায়, “গাভাসকর যদি মনে না করতেন আমার খেলা ছেড়ে দেওয়া উচিত, তাহলে বিরাট কোহলির জন্ম হত না। শচীন তেন্ডুলকর যদি খেলা না ছাড়তেন তাহলে পরবর্তী প্রজন্মের খেলোয়াড় তৈরি হত না।” এরপর বিধায়ক ক্ষমতা ধরে রাখা প্রসঙ্গ বলেন, “আমাদের মধ্যে একটা বিষয় আছে যে ক্ষমতা ধরে রাখতে হবে।”

[আরও পড়ুন: ‘যত মারবেন তত বাড়ব’, তৃণমূলকে নিশানা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের, পালটা দিলেন কুণাল]

বরানগরের (Baranagar) বিধায়ক তাপস রায় একটি দলীয় সভায় বলেছিলেন, আর বেশিদিন সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী হিসেবে থাকতে চান না। তাপস বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাজনীতিতে একটা নির্দিষ্ট সময়ের পর আর থাকা উচিত নয়।” তাপসের ওই বক্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। এদিন পড়শি বিধানসভার বিধায়ক মদন মিত্র সরাসরি অবসরের কথা না বললেও তাঁর বক্তব্যের এই ভিডিও ভাইরাল হয়েছে, মদনের অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা।

[আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযানে হিংসার নেপথ্যে সিপিএম! ‘ওরা শুধু জার্সি বদলেছে’, দাবি অভিষেকের]

কদিন আগেও রাজনীতি থেকে বানপ্রস্থে যাওয়ার ইঙ্গিত দেন কামারহাটির বিধায়ক। সেবার তৃণমূল বিধায়ক বলেছিলেন, “আপাতত ২০২৬ অবধি বিধায়ক আছি। তারপর নতুন করে ভাবতে হবে। সকলকেই ভাবতে হবে আর দাঁড়ানো উচিত কিনা। অন্য কারও দাঁড়ানো উচিত কি না। আমার থেকে ভাল আর কেউ আছে কি না। আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি উনি ১১ বারের বিধায়ক। আমার খারাপ লাগে। সেটা না করে ছেলে, নাতি এঁদের সুযোগ দিলে ভাল হত। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে।” এরপর একেবারে নিজস্ব ভঙ্গিমায় মদন বলেন, “নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। আশি কেজি ওজন হয়ে গিয়েছে। এটা ঠিক নয়। অনেক দিন তো হল।”  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার