shono
Advertisement

মুসলিম মহিলাদের জন্য নিরাপত্তার আরজি মুসলিম ল’বোর্ডের

আইন প্রণয়নের আগে ছমাস জরুরি নিরাপত্তা, দাবি ল'বোর্ডের । The post মুসলিম মহিলাদের জন্য নিরাপত্তার আরজি মুসলিম ল’বোর্ডের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:47 PM Aug 22, 2017Updated: 03:28 PM Oct 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। মঙ্গলবার থেকে দেশ জুড়ে কার্যত নিষিদ্ধ তিন তালাক প্রথা। ঐতিহাসিক রায়ে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, মুসলিম সমাজের এই আইন অসাংবিধানিক। ছ’মাসের মধ্যে নয়া আইন আনতে হবে কেন্দ্রকে। দেশের শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে প্রায় সব পক্ষই। কিন্তু নয়া আইন আনার ফাঁকে আগামী ছয় মাসে কোনও মুসলিম মহিলা যাতে অত্যাচারিত না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপের আরজিও জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড।

Advertisement

[দেশ থেকে কার্যত উঠে গেল তিন তালাক, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের]

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর ল’বোর্ডের সদস্য শায়িস্তা আম্বে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘তিন তালাক প্রথা অসাংবিধানিক ঘোষণার পাশাপাশি সেটা বন্ধের জন্য কেন্দ্রকে নয়া আইন আনার যে নির্দেশ দেওয়া হয়েছে, সে কারণে সুপ্রিম কোর্টকে অনেক ধন্যবাদ। আশা করব এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট তদারকি করবে। পাশাপাশি মুসলিম মহিলাদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখবে। অত্যাচারিত মুসলিম মহিলারা অন্যায়ের হাত থেকে মুক্তি পাবে।’ এখানেই শেষ নয়, তিনি আরজি জানিয়েছেন, ‘হিন্দু বিবাহ আইন’-এর মতো করেই যেন মুসলিমদের জন্যও নয়া আইন তৈরি করা হয়, সেই ব্যাপারে সংসদকে যেন পরামর্শ দেয় শীর্ষ আদালত। বলেন, ‘শরিয়ত বা ইসলামিক রীতি মেনেই যেন নয়া আইনটি তৈরি করা হয়। এছাড়া যারা দোষী, তাদের বিরুদ্ধে কড়া শাস্তি এবং জরিমানা ধার্য করার আইন আনতে হবে। যাতে আগামিদিনে এই ধরনের ঘটনা না ঘটে।’

[‘এবার আত্মসম্মান ও সমান অধিকার নিয়ে বাঁচতে পারবেন মহিলারা’]

এদিকে, অল ইন্ডিয়া মুসলিম ল’বোর্ড সুপ্রিম কোর্টের এই রায়কে সম্মান জানিয়েই বলেছে, বোর্ড আইনি পথেই পরবর্তী পদক্ষেপ নেবে। মুসলিম ল’বোর্ডের পক্ষ থেকে আইনজীবী জাফরিয়াব জিলানি বলেন, ‘সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা সম্মান জানাচ্ছি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড-এর আইনবিশেষজ্ঞদের কমিটি পুরো রায়টি খতিয়ে দেখার পরই ল’বোর্ডের এগজিকিউটিভ কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ দেবে। আগামিদিনে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা ১০ সেপ্টেম্বর ভোপালে এগজিকিউটিভ কমিটির বৈঠকেই ঠিক হবে।’

[হিন্দুদের সম্পত্তি ‘কাড়ছে’ মুসলিমরা, প্রতিরোধে বিশেষ আইনের দাবি বিজেপি বিধায়কের]

The post মুসলিম মহিলাদের জন্য নিরাপত্তার আরজি মুসলিম ল’বোর্ডের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার