shono
Advertisement

বায়ুসেনায় দাড়ি রাখা যাবে না, মুসলিম ব্যক্তির আবেদন নাকচ সুপ্রিম কোর্টে

নিয়ম সবার ক্ষেত্রেই এক, জানাল শীর্ষ আদালত৷ The post বায়ুসেনায় দাড়ি রাখা যাবে না, মুসলিম ব্যক্তির আবেদন নাকচ সুপ্রিম কোর্টে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:33 PM Dec 15, 2016Updated: 12:03 PM Dec 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ম সবার ক্ষেত্রেই এক, কারও জন্য তা খর্ব করা হবে না৷ ভারতীয় বায়ুসেনার কোনও সদস্যই দাড়ি রাখতে পারবেন না৷ সেনাবাহিনীর প্রত্যেককে এই নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে৷ বৃহস্পতিবার একথা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট৷ ধর্মভেদে বায়ুসেনার কঠোর নিয়মের অন্যথা হবে না৷ এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিল৷

Advertisement

আনসারি আফতাব নামে বায়ুসেনা থেকে নির্বাসিত এক মুসলিম আবেদনকারী দাড়ি রাখার পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ তাঁর দাবি ছিল, শিখদের যদি পাগড়ি পরার অধিকার থাকে, তাহলে মুসলিমদেরও সেনাবাহিনীতে দাড়ি রাখার অধিকার দেওয়া হোক৷ ২০০৮ সালে আনসারি আহমেদকে বায়ুসেনা থেকে নির্বাসিত করা হয়৷ পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ ওই বছরও আরও দু’জন একই মর্মে মামলা দায়ের করেন৷

শীর্ষ আদালতকে বায়ুসেনা জানায়, সব মুসলিম ধর্মালম্বীরা দাড়ি রাখেন না৷ দাড়ি দেখে মুসলিমদের চিহ্নিত করা যায় না৷ দাড়ি রাখাটা তাঁদের শখের ব্যাপার৷ ইসলাম ধর্মে কোথাও বলা নেই যে চুল বা দাড়ি বড় রাখতেই হবে৷ ওই বছরের শেষে তৎকালীন ইউপিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি জানান, তাঁরা চান না মুসলিমরা কোনও কারণে বঞ্চিত হোক৷ যদিও পরে ইউপিএ সরকার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার জন্য আদালতের কাছে সময় চায়৷ সেই মামলারই চূড়ান্ত শুনানি ছিল এদিন৷ আদালতের নির্দেশ, নিয়মানুবর্তিতার মধ্যে ধর্মকে এনে ফেললে চলবে না৷

The post বায়ুসেনায় দাড়ি রাখা যাবে না, মুসলিম ব্যক্তির আবেদন নাকচ সুপ্রিম কোর্টে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement