সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবিন ক্রু পদে ৩০০ কর্মী নিয়োগ করা হবে এয়ার ইন্ডিয়ার সাদার্ন রিজিয়নে৷ আবেদন করতে হবে অনলাইনে www.airindia.in ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদন করার শেষ তারিখ ৮ নভেম্বর, ২০১৬৷ শুরুতে নিয়োগ করা হবে ৫ বছরের জন্য৷ অবিবাহিত পুরুষ ও মহিলা উভয়েই আবেদনের যোগ্য৷ মোট শূন্যপদের মধ্যে পুরুষদের জন্য ৭৫টি(সাধারণ ৩৬, ওবিসি ২০, তফসিলি জাতি ১৪, তফসিলি উপজাতি ৫) ও মহিলাদের জন্য ২২৫টি (সাধারণ ১০৭, ওবিসি ৬৩, তফসিলি জাতি ৩৯, তফসিলি উপজাতি ১৬) আসন সংরক্ষিত৷
(সিআইএসএফ-এ বিভিন্ন পদে ৪৪১ জন নিয়োগ)
শিক্ষাগত যোগ্যতা চাই ১০+২ পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পাস৷ সঙ্গে হিন্দি ও ইংরেজি ভাষায় সাবলীল ও দক্ষ হতে হবে৷ হোটেল ম্যানেজমেন্ট ও ক্যাটারিং টেকনোলজিতে ৩ বছরের ডিগ্রি বা ডিপ্লোমা বা বিদেশি ভাষায় দক্ষ হলেও আবেদন করা যাবে৷ বয়স হতে হবে ১ অক্টোবর, ২০১৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন৷ পুরুষদের ক্ষেত্রে উচ্চতা চাই ১৭২ সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে ১৬০ সেন্টিমিটার৷ তফসিলিরা উচ্চতায় ৫ সেন্টিমিটার ছাড় পাবেন৷ প্রার্থী বাছাই করা হবে গ্রুপ ডায়নামিক্স ও পার্সোনাল অ্যাসেসমেন্ট টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে৷ পরীক্ষার দিনক্ষণ ও স্থান যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে৷ সফল হলে শুরুতে ট্রেনিং পিরিয়ডে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড মিলবে৷ যোগ্যতার সঙ্গে ট্রেনিং শেষ করলে নিয়োগ নিয়োগ করা হবে ১৬,৬৭৫ টাকা থেকে ১৮,৪০০ টাকা বেতমক্রমে৷ আবেদনের ফি ১০০০ টাকা৷ ফি দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে৷ ড্রাফট কাটবেন In favour of Air india limited, payable at chennai-তে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ফি লাগবে না৷ অনলাইনে আবেদনের পর কোথাও কোনও প্রিন্ট আউটের কপি পাঠাতে হবে না৷ আরও তথ্য পাবেন ওয়েবসাইটেই৷
The post এয়ার ইন্ডিয়ায় ৩০০ কেবিন ক্রু নিয়োগ appeared first on Sangbad Pratidin.