shono
Advertisement

OMG! জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার দিচ্ছে এয়ারটেল

এত কম খরচে এত ডেটা!!! The post OMG! জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার দিচ্ছে এয়ারটেল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:12 AM Mar 03, 2017Updated: 04:14 AM Mar 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার নিয়ে হাজির টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। এবার মাত্র ১৪৫ টাকার রিচার্জে ১৫ জিবি 4G ডেটা দেবে এয়ারটেল। ৩১ মার্চ শেষ হচ্ছে রিলায়েন্স জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার। ১ এপ্রিল থেকে আর বিনামূল্যে মিলবে না ফ্রি ডেটা ও ভয়েস কল পরিষেবা। জিও প্রাইম পরিষেবায় অন্তর্ভূক্ত হয়ে গ্রাহকরা প্রতি মাসে ৩০৩ টাকা খরচ করে ৩০ জিবি 4G ডেটা পাবেন। সেই আনলিমিটেড ফ্রি ভয়েস কল লোকাল এবং এসটিডি।

Advertisement

(জিওর সঙ্গে পাল্লা দিতে রোমিং চার্জ তুলে দিল এয়ারটেল)

তুল্যমূল্য বিচারে এয়ারটেলের এই অফার জিও-র প্রাইম পরিষেবার মতোই দাঁড়াচ্ছে। ১৪৫ টাকায় ১৫ জিবি 4G ডেটার অফার জিও-র সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই এনেছে এয়ারটেল। একইসঙ্গে গ্রাহকরা যদি ৩৪৯ টাকার রিচার্জ করেন সেক্ষেত্রে ১৫ জিবি ডেটা অফারের পাশাপাশি প্রতি মাসে এয়ারটেল থেকে এয়ারটেল নম্বরে আনলিমিটেড ফ্রি কলের সুবিধা পাবেন। দেশের বাজারে দুই টেলিকম সংস্থার এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ে গ্রাহকরা কোনদিকে যাবেন এখন সেটাই দেখার।

(দেশবাসীর জন্য 5G প্রযুক্তি আনতে চলেছে জিও)

The post OMG! জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার দিচ্ছে এয়ারটেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement