shono
Advertisement

অবনমন সত্ত্বেও আই লিগ খেলবে আইজল এফসি

আইএসএল আর আইলিগকে এক করে দেওয়ার চেষ্টা চলছে৷ The post অবনমন সত্ত্বেও আই লিগ খেলবে আইজল এফসি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:08 PM Sep 27, 2016Updated: 09:38 AM Sep 27, 2016

দুলাল দে: মিজোরামের ফুটবল উন্মাদনার কথা চিন্তা করে অবনমন হলেও আইজল এফসিকে আই লিগে রেখে দিল ফুটবল ফেডারেশন৷ এদিন ফেডারেশনের কার্যকরি কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন স্টিফেন কনস্ট্যানটাইন এবং জুনিয়র জাতীয় দলের কোচ নিকোলাই অ্যাডামস৷ আইজল নিয়ে সেখানেই সিদ্ধান্ত হল৷ ইউনাইটেড স্পোর্টস ও চার্চিল ব্রাদার্স কিন্তু এই সুযোগ পেল না, কেন? তিনি বলেন, এই ক্লাবগুলি এএফসির লাইসেন্স প্রক্রিয়াটাই সম্পূর্ন করেনি৷

Advertisement

কিছুদিনের মধ্যেই আই লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি দল নেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে৷ বেঙ্গালুরু এফসি আর ডিএসকে শিবাজিয়ন্সের মতো ফ্র্যাঞ্চাইজির সব শর্ত পূরণ করতে হবে৷ জানালেন তিনি৷

ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল জানালেন, মাঝে মধ্যেই ফিফার সঙ্গে পরিকাঠামোর উন্নতি নিয়ে কথা হচ্ছে৷ মঙ্গলবারও হবে৷ পরের বছর ফিফার কার্যকরি কমিটির মিটিং হবে ভারতে৷ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর ২০২০ বিশ্বকাপ ফুটবলও ভারতে করার জন্য ফিফার কাছে আবেদন করবে ফেডারেশন৷

ফুটবল অ্যাডমিনিস্ট্রেশনকে ঘিরে গোয়ায় এখন সাজসাজ রব৷ মঙ্গলবার পানাজিতে এএফসি কংগ্রেস৷ যেখানে এএফসি সভাপতি সালাম বিন ইব্রাহিম ছাড়াও উপস্থিত থাকবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফনতিনো৷ ফেডারেশনের সব কর্তারাও হাজির৷ ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন লোগো উদ্বোধন করা ছাড়াও এএফসি কংগ্রেসে যোগ দিতে গোয়ায় আসছেন ফিফা সভাপতি৷ সেখানে ফিফার কাউন্সিল সদস্য হিসেবে এশিয়া থেকে তিনজন প্রতিনিধি মঙ্গলবারই নির্বাচনের মাধ্যমে নিযুক্ত হওয়ার কথা৷ প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ছ’জন৷ তবে রাতের খবর, ভেস্তে যেতে পারে এই নির্বাচন৷ মনোনয়নকে ঘিরে নিয়মের গন্ডগোল দেখা দিয়েছে৷

সভাপতি বলেন, আইএসএল আর আইলিগকে এক করে দেওয়ার চেষ্টা চলছে৷ আই লিগটাই আসল লিগ৷ আইএসএল একটা প্রতিযোগিতা মাত্র৷ এদিকে আইএসএলের শর্তমতো কলকাতা থেকে শুধু একটা দলই খেলতে পারবে৷  আর সেটা এটিকে৷ কিন্ত ভারতীয় ফুটবলের স্বার্থে দুটো লিগকে এক করতে উভয়কেই নিজের জায়গা থেকে কিছুটা সরে এসে নতুন নিয়ম তৈরি করতে হবে বলেও জানান তিনি৷ আর সেটার প্রক্রিয়াই চলছে৷ এআইএফএফ-এর লক্ষ্য ২০১৭-১৮ থেকে আইএসএল-আইলিগ মিলিয়ে একটা লিগ করা৷

ফেডারেশনের মিটিংয়ের আগে অবশ্য ৫ অক্টোবর থেকে শুরু হতে চলা ব্রিস্ক ফুটবল প্রতিযোগিতার লোগো উদ্বোধন হয়৷ যেখানে খেলবে ব্রাজিল, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং চিনের অনূর্ধ-১৭ দল৷ অনুষ্ঠানের প্রদীপ জ্বালান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল, প্রফুল্ল প্যাটেল এবং বাইচুং৷

 

The post অবনমন সত্ত্বেও আই লিগ খেলবে আইজল এফসি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement