shono
Advertisement

Breaking News

আমেরিকায় ফের শিখ হেনস্তা, বেধড়ক মারধর অকালি দলের শীর্ষ নেতাকে

নিন্দায় সরব সর্বমহল৷ The post আমেরিকায় ফের শিখ হেনস্তা, বেধড়ক মারধর অকালি দলের শীর্ষ নেতাকে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:43 PM Aug 26, 2018Updated: 05:13 PM Aug 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে হেনস্তার শিকার দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সদস্য মনজিৎ সিং জিকে৷ ক্যালিফোর্নিয়ার একটি গুরুদ্বারের সামনে শিরোমণি অকালি দলের এই নেতাকে বেধড়ক মারধর করে ২০ জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী৷ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বিদেশের মাটিতে শিখ হেনস্তার নিন্দায় সরব হয়েছে সবর্মহল৷

Advertisement

[লন্ডনে রাহুলের অনুষ্ঠান বানচালের ছক খালিস্তানিদের, ব্যর্থ করল স্কটল্যান্ড ইয়ার্ড]

জানা গিয়েছে, গুরুদ্বারের বাইরে অপেক্ষারত অবস্থায় থাকার সময় হঠাৎই মনজিৎ সিং জিকের উপর হামলা চালানো হয়৷ মাটিতে ফেলে তাঁকে মারধর করা হয়৷ এরপরেই চম্পট দেয় দুষ্কৃতীরা৷ মারধরের ফলে মুখে গুরুতর চোট পেয়েছেন অকালি দলের এই নেতা৷ প্রহৃত মনজিৎ জানান, গুরুদ্বারের সামনে শোরগোল বাধানোর ছকেই হামলা চালায় দুষ্কৃতীরা৷ তবে গুরুদ্বারের মর্যাদারক্ষার স্বার্থে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষের পথ এড়িয়ে যান তিনি৷ ঘটনার কড়া নিন্দা করেছে শিরোমণি গুরুদ্বার কমিটি৷ সংগঠনের সভাপতি গোবিন্দ সিং লোঙ্গওয়াল জানান, মার্কিন মুলুকে বসবাসকারী শিখদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে যা নিন্দনীয়৷

কাপুরুষোচীত ঘটনা বলে হামলাকে ব্যাখ্যা করেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের মন্ত্রী হরশিমরাৎ কউর বাদল৷ অভিযোগ করেন, দুষ্কৃতীরা আসলে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সদস্য৷ একইভাবে ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে তাঁর স্বামী তথা অকালি দলের অন্যতম শীর্ষ নেতা সুখবীর সিং বাদল৷ গত কয়েকদিন ধরে একের পর এক হামলার ঘটনা ঘটেছে বিদেশে বসবাসকারী শিখদের উপর৷ কয়েকদিন আগেই নিউইয়র্কে এক শিখ নেতার উপরে হামলা করে কয়েকজন খালিস্তানপন্থি৷ যে ঘটনার কড়া নিন্দা করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ প্রবাসী শিখদের সাহায্য করতে সদা প্রস্তুত কেন্দ্রীয় সরকার৷ জানান বিদেশমন্ত্রী৷

[প্রধানমন্ত্রী হয়েও বিমানে প্রথম শ্রেণিতে যাত্রা করতে পারবেন না ইমরান!]

 

The post আমেরিকায় ফের শিখ হেনস্তা, বেধড়ক মারধর অকালি দলের শীর্ষ নেতাকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement