shono
Advertisement

‘৩০০০ কোটি কামাবো’, ফ্লপ পিচ থেকে উঠেই আত্মবিশ্বাসী অক্ষয়, ছাড়ালেন সলমনকেও!

সলমন খানের ১০০০ কোটির বেঞ্চমার্ক নিয়ে বড় কথা খিলাড়ির।
Posted: 09:08 PM Oct 06, 2023Updated: 09:08 PM Oct 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুয়েক আগেই শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির ব্যবসার প্রশংসা করে সলমন খান বলেছিলেন, “এবার থেকে ১০০০ কোটিই বলিউডের বেঞ্চমার্ক হওয়া উচিত।” এবার ভাইজানকেও ছাড়িয়ে গেলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ‘ফ্লপ পিচ’ থেকে উঠেই আরও একধাপ এগিয়ে আত্মবিশ্বাসী খিলাড়ির মন্তব্য, “আমাদের মতো গল্প-চিত্রনাট্য রয়েছে, হলিউডেও নেই। আমরা অনায়াসে দু-তিন হাজার কোটির ব্যবসা করতে পারি।”

Advertisement

প্রসঙ্গত, শাহরুখ খানের হাত ধরে বলিউডের সুদিন ফিরেছে। অতিমারী উত্তর পর্বে দক্ষিণী ছবির চোখ রাঙানিতে সিনেবাজারে ধুঁকতে থাকলেও ‘ব্রহ্মাস্ত্র’ দিয়েই শিকে ছিঁড়েছিল। তার পর শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’, সানি দেওলের ‘গদর ২’ই বলিউডের ব্যবসার গ্রাফ উর্ধ্বমুখী করে তুলেছে। আট মাসের ব্যবধানে দুটো ছবিই হাজার কোটির বেশি ব্যবসা করে হিন্দি সিনেমার বক্স অফিস চাঙ্গা করেছে। সম্প্রতি বলিউডের ব্যবসা প্রসঙ্গেই বড় কথা বলেছিলেন সলমন খান (Salman Khan)। এবার তাঁকেও ছাড়িয়ে গেলেন অক্ষয়।

সলমন বলেছিলেন, “আজকাল ১০০ কোটির ব্যবসা করা কোনও ব্যাপারই নয়। মারাঠি ছবিও এই ব্যবসা করে। আমার মনে হয়, এবার থেকে ১০০০ কোটিই নতুন বেঞ্চমার্ক হওয়া উচিত। তবে হ্যাঁ আমার কথায় বিশ্বাস কোরো না। ছবি দেখো। কারণ, আমার ভবিষ্যদ্বাণীতেও আমার নিজের ছবিই চলছে না।” এবার ‘মিশন রানিগঞ্জ’ মুক্তির আগের দিন আরও বড় কথা শোনা গেল অক্ষয়ের মুখে।

[আরও পড়ুন: দিওয়ালির বাজারে শুধুই ‘টাইগার’ থাকবে! YRF-এর শর্তে পাল্টা বৃহত্তর আন্দোলনের হুঙ্কার টলিউডের]

বক্স অফিসে ১০০০ কোটি ব্যবসার ট্রেন্ড নিয়ে খিলাড়ির মন্তব্য, আশা করি আমাদের ইন্ডাস্ট্রি যেন আরও বেশি করে হিট ছবি দেয়। শাহরুখ খানের জওয়ান যখন দারুণ ব্যবসা করল, আমার খুব ভালো লেগেছে। এছাড়াও ‘গদর ২’, ‘ওএমজি ২’-র মতো ছবিগুলোও ভালো ব্যবসা করেছে। তাই এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই আখেড়ে ভালো। কোভিডের সময়ে বলিউড খুব খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছে। তবে এখন সেই দৃশ্যের পরিবর্তন ঘটেছে। ১০০০ কোটি আমাদের নতুন বেঞ্চমার্ক। আমার মনে হয়, আমরা ২-৩ হাজার কোটি অনায়াসে আয় পারি হলিউডের মতো। কারণ বলিউডের মতো গল্প, চিত্রনাট্য ওদের কাছেও নেই।

[আরও পড়ুন: বিবেক অগ্নিহোত্রীকে ফুলমার্কস মোদির! গদগদ চিত্তে পরিচালকের মন্তব্য, ‘প্রথম কোনও প্রধানমন্ত্রী…’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement