-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Alia bhatt janhvi kapoor rekha and others at manish malhotras diwali party
শাড়িতে হিট রেখা-জাহ্নবী, পুরনো লেহেঙ্গায় আলিয়া, দিওয়ালি পার্টিতে বলিউড গ্ল্যামারের রোশনাই
ছবি না দেখলেই মিস!
Tap to expand
দিওয়ালির আগেই দিওয়ালি পার্টির আয়োজন করলেন ডিজাইনার মনীশ মালহোত্রা। তাতেই হাজির প্রায় গোটা বলিউড। শাড়িতে মন কাড়লেন এভারগ্রিন রেখা ও শাবানা আজমি।
Tap to expand
আবারও পুরনো পোশাকে হিট আলিয়া ভাট। নিজের বিয়ের মেহেন্দি অনুষ্ঠানে যে লেহেঙ্গা পরেছিলেন, তা পরেই মনীশের দিওয়ালি পার্টিতে আসেন বলিউডের 'গাঙ্গুবাঈ'।
Tap to expand
সদ্য ধর্মা প্রোডাকশনের অর্ধেক মালিকানা আদর পুনাওয়ালাকে সঁপেছেন করণ জোহর। পার্টিতে লাল কুর্তা-পাজামায় দেখা গেল তাঁকে। সোশাল স্টার ওরির পরনে ছিল সাদা কুর্তা-পাজামা।
Tap to expand
কিছুদিন আগেই বাবা-মা হয়েছেন। পার্টিতে একসঙ্গেই এলেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। বরুণের কুর্তা ও হাফ জ্যাকেটের সঙ্গে দিব্যি মানিয়েছে নাতাশার শাড়ি।
Tap to expand
বলিউডের 'কিউট কাপল' রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'স্যুজা। পাটিয়ালা স্টাইল দেখা যায় জেনেলিয়ার পোশাকে। রীতেশের পরনে ছিল অল ব্ল্যাক শেরওয়ানি।
Tap to expand
ট্রান্সপারেন্ট শাড়ি পরে মনীশ মালহোত্রার পার্টিতে আসেন কিয়ারা আডবাণী। তাঁর সঙ্গে ম্যাচিং করেই কুর্তা পরেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা।
Tap to expand
'স্ত্রী ২' সাফল্যের জোরে আবারও বলিউডের প্রথম সারিতে শ্রদ্ধা কাপুর। এদিন ক্রিম রঙের শাড়িতে হিট নায়িকা। গ্লিটারিং লোডশেডিং শাড়িতে বাজিমাত করলেন জাহ্নবী।
Tap to expand
শাহরুখ খানের দুই 'অনমোল রতন'। গৌরী খান সাজেন গোল্ডেন পাড়ের কালো শাড়িতে। রেড হট শাড়িতে দেখা যায় শাহরুখের একমাত্র কন্যা সুহানাকে।
Tap to expand
নয়ের দশকের তিন ডিভা। কো-অর্ড পোশাকে নজর কাড়লেন কাজল এবং রবিনা ট্যান্ডন। করিশ্মা কাপুর সাজেন নীল রঙের শাড়িতে।
Tap to expand
ম্যাচিং পোশাকেই মনীশ মালহোত্রার পোশাকে হাজির হন শাহিদ কাপুর এবং তাঁর স্ত্রী মীরা কাপুর। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন দুজন।
Tap to expand
কালো কোটের উপর ফুলের নকশা। একেবারে হায়দরাবাদি মেজাজে মনীশের পার্টিতে আসেন বিজয় বর্মা। ভিন্ন স্টাইলে শাড়ি পরেছিলেন তামান্না। ছবি: সংগৃহীত।
Published By: Suparna MajumderPosted: 11:07 AM Oct 23, 2024Updated: 05:33 PM Oct 23, 2024