সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসির কোনও টুর্নামেন্টের আয়োজক হিসেবে নিজেদের 'ফিট' প্রমাণ দিতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৯ বছর। অনেক কাঠখড় পুড়িয়ে পাকভূমে বসেছে চ্য়াম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু সেখানে মাত্র চারদিনেই স্বপ্নভঙ্গ। প্রধানমন্ত্রীর হুঙ্কার, আবারও ভারত বধের যাবতীয় আশায় জল ঢেলে টুর্নামেন্ট থেকে বিদায় কার্যত নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। সৌজন্যে সেই চিরপ্রতিদ্বন্দ্বী টিম ইন্ডিয়া। একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে ঘরে-বাইরে যে কতবার হারল রিজওয়ানের দল, তার ইয়ত্তা নেই। আর পাকিস্তানের ফানুস ফুস হতেই ধেয়ে এল কটাক্ষ।

রবিবার রাতে সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং ইন্ডিয়া বনাম পাকিস্তান। যেখানে নানাভাবে বিদ্ধ করা হচ্ছে বাবর আজমদের। ম্যাচ শুরুর আগে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, আজ পাকিস্তান না জিতলে নাম বদলে ফেলবেন। অনেকেই প্রশ্ন করছেন, প্রধানমন্ত্রীর নতুন নাম কী? আবার পাকভূমে টিভি ভাঙার রেকর্ডের প্রসঙ্গ তুলেও ছড়িয়ে পড়েছে নানা মিম। দিল্লি পুলিশও কটাক্ষ করতে ছাড়েনি পাকিস্তানকে। এক্স হ্যান্ডেলে লিখেছে, ওই দেশ থেকে কী সব বিকট শব্দ আসতে। আশা করি, সেসব শুধুই টিভি ভাঙার শব্দ।
এখানেই শেষ নয়, এদিন পাকিস্তানের হারের সঙ্গে তুলনা টানা হয়েছে ১৯৭১ সালের যুদ্ধে ভারতের কাছে পাকিস্তানের হারেরও।
শুভমান গিলের উইকেট তুলে নিয়ে মেজাজি সেলিব্রেশন করেছিলেন আবরার আহমেদ। দল হারতেই তাঁকে নিয়ে শুরু হয়েছে ঠাট্টা-মশকরা। এক নেটিজেন তো আবার লিখেছে, ইমরান খানকে ছেড়ে দিয়ে পাক দলের এই একাদশকে গ্রেপ্তার করুন।
তবে শুধু বাবররা নন, ভারতীয় সমর্থকদের কটাক্ষের শিকার মহাকুম্ভে ভাইরাল হওয়া আইআইটি বাবাও। যিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে দুবাইয়ে বিরাট-রোহিত ভালো খেললেও জিতবে পাকিস্তানই। তাঁকে অনেকেই এবার ভবিষ্যদ্বাণী করা থেকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
তবে হাসি-ঠাট্টার মধ্যে মন ভেঙেছে পাক সমর্থকদের। যাঁরা ক্রিকেটে ভর দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে আনন্দের মুহূর্তের সন্ধান করছিলেন। বাবর, শাহিনদের পারফরম্যান্সে তাঁরা আজ ভীষণভাবে ক্লান্ত।