shono
Advertisement
Alipore zoo

পুজোর আগেই আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি, নন্দনকানন থেকে এল বাঘ-সিংহ-ভালুক

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ওড়িশা থেকে ৯টি প্রাণীকে কলকাতা আনা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 10:32 AM Aug 29, 2024Updated: 11:25 AM Aug 29, 2024

নিরুফা খাতুন: পুজোর আগে খুশির খবর আলিপুর চিড়িয়াখানায়। পড়শি রাজ্য ওড়িশার ননন্দকানন থেকে আনা হয়েছে একাধিক নতুন অতিথি। তবে তাদের এখনই দর্শকদের সামনে আনা হবে না বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরই দর্শকদের সামনে আসবে তারা।

Advertisement

[আরও পড়ুন: তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ষড়যন্ত্রে তিন! সিবিআইয়ের রাডারে কারা?]

পড়শি রাজ্য থেকে কাদের আনা হয়েছে? আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, এক জোড়া সিংহ, একটি স্ত্রী বাঘ, আনা হয়েছে দুটি হিমালয়ান কালো ভালুক ও ৪টি মাউস ডিয়ার। এদের মধ্যে ইঁদুরের মতো দেখতে মাউস ডিয়ার বিলুপ্তপ্রায় প্রাণী। চোরাশিকারিদের অত্যাচারে হারিয়ে যেতে বসেছে এই শান্ত প্রাণীটি।

মাউস ডিয়ার।

 

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ওড়িশা থেকে ৯টি প্রাণীকে কলকাতা আনা হয়েছে। আপাতত তাদের রাখা হয়েছে নির্দিষ্ট নাইট শেল্টারে। প্রায় সপ্তাহ খানেক সেখানেই থাকবে তারা। 

[আরও পড়ুন: ‘ঘুমোতে পারছি না’, নবান্ন অভিযানের ডিউটিতে রক্তাক্ত ছেলে দেবাশিসের পরিণতিতে স্তম্ভিত বাবা-মা]

 

নতুন অতিথিরা আসার পরে আলিপুরে বাঘের সংখ্যা হল ৯টি। চিড়িয়াখানায় ৫টি বাঘিনি, ৪টি বাঘের সংসার। সিংহের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬টি। তাদের মধ্যে ৪টি সিংহী, ২টি সিংহ। আলিপুরে এতদিন দুটি পুরুষ হিমালয়ান কালো ভালুক ছিল। এবার আরও দুটি ভালুক আনা হল। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুজোর আগে খুশির খবর আলিপুর চিড়িয়াখানায়।
  • পড়শি রাজ্য ওড়িশার ননন্দকানন থেকে আনা হয়েছে একাধিক নতুন অতিথি।
  • তবে তাদের এখনই দর্শকদের সামনে আনা হবে না বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।
Advertisement