সঞ্জিত ঘোষ, নদিয়া: স্নান করার সময় গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় বাধা দিতে গেলে আক্রান্ত আরও দুই মহিলা। তাঁদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। শান্তিপুর থানার হরিপুর এলাকার ঘটনা। পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছে নির্যাতিতার পরিবার। অভিযুক্ত পলাতক।
নির্যাতিতার পরিবার সূত্রে খবর, রবিবার সকালে বাড়িতে স্নান করছিলেন গৃহবধূ। সেই সময় পাশের বাড়ির যুবক রবিন সরকার তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে তাঁর শ্বশুড়-শাশুড়ি ও অন্য়ান্যরা বেরিয়ে এসে বাধা দিলে অন্য দুই মহিলার উপরও চড়াও হন ওই যুবক। ঘটনায় গৃহবধূর শাশুড়ি গুরুতর আহত হয়েছেন।
চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার পর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই গৃহবধূর পরিবার। হেনস্তার শিকার মহিলার শাশুড়ি বলেন, "ওই যুবকের বাড়ি আমাদের বাড়ির পাশেই। বউমার চিৎকার শুনে আমরা ছুটে গেলে আমাদের মারধর করা হয়। পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছি।"
ঘটনায় শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মণ্ডল বলেন, "এই ঘটনা শুনেছি। ওই গৃহবধূর পরিবার থানায় অভিযোগ জানিয়েছে। আমিও পুলিশের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।" এর পাশাপাশি, পুলিশ যদি সঠিক তদন্ত না করে, তবে বিজেপির পক্ষ থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অভিযুক্ত ওই যুবক তৃণমূল আশ্রিত বলেও দাবি করেছেন তিনি। ঘটনার তদন্তে পুলিশ।