shono
Advertisement

মাঝরাতে গুলি চলল রাজধানীর রাস্তায়, আততায়ীদের হামলায় প্রয়াত আমাজনের ম্যানেজার

সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
Posted: 12:22 PM Aug 30, 2023Updated: 12:26 PM Aug 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন আমাজনের (Amazon) এক ম্যানেজার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নয়াদিল্লির ভজনপুরা অঞ্চলে। তিনি বন্ধুদের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। সেই সময়ই হামলা চালায় ঘাতকেরা।

Advertisement

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ভজনপুরায় সুভাষ বিহারের কাছে বন্ধুদের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন হরপ্রীত গিল নামের ওই ব্যক্তি। সেই সময়ই সেখানে হাজির হয় পাঁচ আততায়ী। তারা গুলি চালালে একটি গুলি হরপ্রীতের মাথায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে সেখানে লুটিয়ে পড়েন তিনি। তাঁর বন্ধু গোবিন্দ সিংয়ের কানে গুলি লাগলেও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তাঁকে এলএনজেপি হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনি অবশ্য আমাজনে কর্মরত ছিলেন না। ‘হাংরি বার্ড’ নামের একটি মোমোর দোকান চালাতেন।

[আরও পড়ুন: আকসাই চিনে সুড়ঙ্গ তৈরি করছে লালফৌজ! নয়া ছবি ঘিরে চাঞ্চল্য]

পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কোনও ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ, কেন এই হামলা চালানো হল তা জানার চেষ্টা করা হচ্ছে। সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করতে চাইছেন তদন্তকারীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই আটক করেনি পুলিশ।

[আরও পড়ুন: ‘আগেই বলেছি, লাদাখ নিয়ে মিথ্যে বলছেন মোদি’, চিনা ম্যাপ বিতর্কে তোপ রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement