সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে প্রথম থেকেই সরব পরমব্রত চট্টোপাধ্যায়। প্রতিবাদে মিছিলে শামিল হয়ে ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন তিনিও। উত্তাল শহরের ভিড়ে মিশে গিয়ে নারী নিরাপত্তার দাবি তুলেছেন। তবে নিত্যদিন প্রতিবাদে থাকলেও পেশাগত কাজ থামিয়ে রাখেননি। বরং, সমান্তরালভাবে এগিয়ে নিয়ে চলেছেন প্রতিবাদ আর পরিচালর কাজকে।
এইমুহূর্তে 'পর্ণশবরীর শাপ ২' সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত পরমব্রত। তবে পরিচালনার পাশাপাশি প্রতিবাদী মিছিলেও পা মেলাচ্ছেন তিনি। এই উত্তাল শহরেই চলছে ক্যামেরা। সম্প্রতি আর জি কর কাণ্ডের ন্যায়বিচার চেয়ে আর্টিস্ট ফোরামের গণঅবস্থানেও যোগ দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। মাঝেমধ্যেই বৃষ্টির জন্য শুটিংও বানচাল হচ্ছে। ২০২৩ সালের ভূত চতুর্দশী উপলক্ষে হইচইতে মুক্তি পেয়েছিল 'পর্ণশবরীর শাপ'। সেই সিরিজের সিক্যুয়েল পরিচালনাতেই বর্তমানে ব্যস্ত পরমব্রত। প্রথম সিরিজের প্রেক্ষাপট উত্তরবঙ্গ হলেও এবার কলকাতার এই প্রজন্মের তরুণীর সঙ্গে ঘটা গল্পে আবারও নীরেন ভাদুড়ির চরিত্রে চিরঞ্জিৎ চক্রবর্তীকে ফেরাচ্ছেন তিনি। তবে সিরিজের শুটিংয়ের পাশাপাশি প্রতিবাদী মিছিলেও সরব অভিনেতা-পরিচালক।
[আরও পড়ুন: ১৪ বছর পর প্রিয়দর্শনের ‘ভূতবাংলো’তে অক্ষয় কুমার, ফ্লপের খরা কাটবে এবার?]
সুপ্রিম শুনানীর আগের রাতে রবিবার তৃতীয় দফার রাত দখলের দিনও যাদবপুরে হাজির ছিলেন পরমব্রত। সেখান থেকেই তিনি বলেন, "তদন্ত প্রক্রিয়া প্রথম থেকেই যেভাবে হওয়া উচিত ছিল, সেটা হয়নি। সেসব নিয়ে প্রশ্ন উঠেছে বলেই মানুষ আজকে এতটা খেপেছে। যে অধ্যক্ষ থাকাকালীন এই নারকীয় ঘটনা ঘটেছে, সে এতটা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, তাকে কী করে অন্য মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়? এটাও তো অবাক লাগার মতোই। এটা অনেক বড় লড়াই।"