shono
Advertisement

Breaking News

‘মা-মাটি-মানুষের স্লোগান তোলাবাজি-ভাইপোরাজে বদলে গিয়েছে’, মেদিনীপুর থেকে তোপ শাহর

বিধানসভায় দুশো'র বেশি আসন পাবে বিজেপি, টার্গেট বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Posted: 03:54 PM Dec 19, 2020Updated: 03:58 PM Dec 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারীর যোগদান মঞ্চ থেকে প্রত্যাশিতভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের দশ বছরের শাসনকালকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি কর্মীদের জন্য ২০০’র বেশি আসনের লক্ষ্যমাত্রাও বেঁধে দিলেন। তবে, তার থেকেও তাৎপর্যপূর্ণভাবে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অমিত শাহকে বলতে শোনা গেল, মমতার একসময়ের মা-মাটি-মানুষের স্লোগান এখন বদলে গিয়েছে ‘তোলাবাজি-ভাইপোরাজে’। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘মমতা ১০ কোটি বাঙালির কথা ভাবেন না, শুধু ভাবেন, কখন কীভাবে ভাইপোকে মুখ্যমন্ত্রী করব।’

Advertisement

মেদিনীপুরের সভায় ঠাসা ভিড়ের মাঝে অমিত শাহর (Amit Shah) হুঙ্কার, “ভোটের আগে বাংলায় যে জোয়ার আসবে, সেটা দিদি কল্পনাও করতে পারেননি। এ তো সবে শুরু ভোট পর্যন্ত শুধু আপনি একা পড়ে থাকবেন। মা-মাটি-মানুষের শ্লোগানকে আজ তোলাবাজি-তোষণ-ভাইপোরাজে পরিণত করেছেন মমতা। আপনি দশ কোটি বাঙালির কথা ভাবেন না। আপনি ভাবেন কখন নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী করব।”

[আরও পড়ুন: শুভেন্দুর হাত ধরে বিজেপিতে একঝাঁক তৃণমূল নেতা, তালিকায় ৫ সংখ্যালঘু]

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কেন্দ্রের পাঠানো বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিচ্ছেন মমতা। তৃণমূলকে না সরালে কেন্দ্রের অনেক প্রকল্পের টাকা বাংলার সাধারণ মানুষ পাবেন না। বাংলার গরিবদের মোদিজি যা দিচ্ছেন, তা আসছে না। “আপনি নিজেও উন্নয়ন করেন না, মোদিজিকেও করতে দেন না। ভাবেন, তাহলে মোদিজি বেশি জনপ্রিয় হয়ে যাবে। কিন্তু আপনি জানেন না, মোদিজি (Narendra Modi) এমনিতেই বাংলার মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বাংলার কৃষকদের সমস্যার সমাধান, বেকারদের সমস্যার সমাধান নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিই করবে। ৫ বছর আমাদের দিন, আমরা বাংলাকে ‘সোনার বাংলা’ বানাব”, বলেন শাহ‌।

[আরও পড়ুন: কেরিয়ারের নতুন ইনিংস, নিজের গড়েই অমিত শাহর হাত ধরে বিজেপিতে শুভেন্দু অধিকারী]

অমিত শাহ স্পষ্ট দাবি, একুশের নির্বাচনে বাংলা থেকে বিজেপি ২০০’র বেশি আসন পাবে। তাঁর কথায়,”আপনারা বলতেন লোকসভায় বিজেপির খাতা খুলবে না। বাংলার মানুষ কিন্তু ১৮ টা আসন আমাদের দিয়েছে। বিধানসভায় ২০০’র বেশি আসন নিয়ে বিজেপির সরকার হবে।যত হিংসা করবেন, বিজেপি নেতারা তত দৃঢ়তার সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা করবেন। কতজনকে মারবেন? লাখো মানুষের ভিড় দেখছেন? পুরো বাংলা আজ আপনার বিরুদ্ধে লড়ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার