রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগেই রাজ্যে আসছেন অমিত শাহ৷ আগামী ১৬ জানুয়ারি উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রথম জনসভাটি করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ এরপর কলকাতাতেও করবেন আরও একটা জনসভা৷ সেই সভার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি৷ তবে রাজ্য বিজেপি সূত্রে খবর, ২৩ জানুয়ারি বা ২৪ জানুয়ারি হতে পারে সেই জনসভা৷ লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডের জনসভা দিয়েই এরাজ্যে নির্বাচনী প্রচার শুরু করছে গেরুয়া শিবির৷ তার আগে অমিতের জনসভাকে ‘ওয়ার্ম আপ’ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
[‘বাবাকে খুন করে এসেছি, আমাকে গ্রেপ্তার করুন’, থানায় আত্মসমর্পণ ছেলের ]
এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বিজেপির প্রস্তাবিত রথযাত্রা কর্মসূচি৷ আদৌ ওই কর্মসূচি বাস্তবায়িত হবে কিনা, সেই বিষয়ে ধন্দে রয়েছেন খোদ দলের নেতারাই৷ হলেও, কবে হবে রথযাত্রা? সেই নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে সব মহলে৷ সূত্রের খবর, অমিত শাহের সভা নিয়ে কোনও ঝুঁকি নিয়ে চাইছেন না রাজ্য নেতৃত্ব৷ প্রয়োজনে বাড়তি সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের নেতাদের৷ তাই যথাযথ পরিকল্পনা করে সর্বভারতীয় সভাপতির জনসভার প্রস্তুতি শুরু করতে চাইছেন রাজ্য নেতারাও৷ সেই উদ্দেশ্যেই শনিবার রাজ্য বিজেপি দপ্তরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্য নেতারা৷ বিজেপি সূত্রে খবর, শনিবারের বৈঠকে উপস্থিত থাকবেন, রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা-সহ রাজ্যের বিভিন্ন পদাধিকারী।
[নারকেলডাঙায় লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ৪]
আগামী ২৯ জানুয়ারি বিজেপির ব্রিগেড সমাবেশ৷ তার আগে সুপ্রিম কোর্টের অনুমতি মিললে সংক্ষিপ্ত আকারে রথযাত্রা কর্মসূচি করতে আগ্রহী গেরুয়া শিবির৷ এরমধ্যে অমিত শাহ রাজ্যে জনসভা করলে দলের কর্মীরা বাড়তি মনের জোর পাবে বলে মনে করছেন বিজেপির নেতারা৷ পাশাপাশি, ‘ব্যাক টু ব্যাক’ কর্মসূচিতে ধাক্কা দেওয়া যাবে রাজ্যের তাঁদের প্রধান প্রতিপক্ষ তৃণমূলকেও৷ ফলে এবার খুব মেপে পা ফেলতে চাইছেন নেতারা৷ পরিকল্পনায় রাখতে চাইছেন না কোনও ফাকফোঁকর৷ জানা গিয়েছে, শনিবার রাজ্য বিজেপিতে যোগ দেবেন বেশ কয়েকজন প্রাক্তন পুলিশকর্তাও৷ এতে দলের শক্তি আরও বাড়বে বলে মনে করছেন নেতারা৷
The post ব্রিগেডের আগেই উত্তরবঙ্গে অমিতের জনসভা, আসছেন কলকাতাতেও appeared first on Sangbad Pratidin.