shono
Advertisement

ব্রিগেডের আগেই উত্তরবঙ্গে অমিতের জনসভা, আসছেন কলকাতাতেও

ব্যাক টু ব্যাক’ কর্মসূচিতে তৃণমূলকে ধাক্কা দেওয়ার পরিকল্পনা। The post ব্রিগেডের আগেই উত্তরবঙ্গে অমিতের জনসভা, আসছেন কলকাতাতেও appeared first on Sangbad Pratidin.
Posted: 11:48 AM Jan 05, 2019Updated: 11:55 AM Jan 05, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগেই রাজ্যে আসছেন অমিত শাহ৷ আগামী ১৬ জানুয়ারি উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রথম জনসভাটি করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ এরপর কলকাতাতেও করবেন আরও একটা জনসভা৷ সেই সভার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি৷ তবে রাজ্য বিজেপি সূত্রে খবর, ২৩ জানুয়ারি বা ২৪ জানুয়ারি হতে পারে সেই জনসভা৷ লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডের জনসভা দিয়েই এরাজ্যে নির্বাচনী প্রচার শুরু করছে গেরুয়া শিবির৷ তার আগে অমিতের জনসভাকে ‘ওয়ার্ম আপ’ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Advertisement

[‘বাবাকে খুন করে এসেছি, আমাকে গ্রেপ্তার করুন’, থানায় আত্মসমর্পণ ছেলের ]

এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বিজেপির প্রস্তাবিত রথযাত্রা কর্মসূচি৷ আদৌ ওই কর্মসূচি বাস্তবায়িত হবে কিনা, সেই বিষয়ে ধন্দে রয়েছেন খোদ দলের নেতারাই৷ হলেও, কবে হবে রথযাত্রা? সেই নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে সব মহলে৷ সূত্রের খবর, অমিত শাহের সভা নিয়ে কোনও ঝুঁকি নিয়ে চাইছেন না রাজ্য নেতৃত্ব৷ প্রয়োজনে বাড়তি সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের নেতাদের৷ তাই যথাযথ পরিকল্পনা করে সর্বভারতীয় সভাপতির জনসভার প্রস্তুতি শুরু করতে চাইছেন রাজ্য নেতারাও৷ সেই উদ্দেশ্যেই শনিবার রাজ্য বিজেপি দপ্তরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্য নেতারা৷ বিজেপি সূত্রে খবর, শনিবারের বৈঠকে উপস্থিত থাকবেন, রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা-সহ রাজ্যের বিভিন্ন পদাধিকারী।

[নারকেলডাঙায় লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ৪]

আগামী ২৯ জানুয়ারি বিজেপির ব্রিগেড সমাবেশ৷ তার আগে সুপ্রিম কোর্টের অনুমতি মিললে সংক্ষিপ্ত আকারে রথযাত্রা কর্মসূচি করতে আগ্রহী গেরুয়া শিবির৷ এরমধ্যে অমিত শাহ রাজ্যে জনসভা করলে দলের কর্মীরা বাড়তি মনের জোর পাবে বলে মনে করছেন বিজেপির নেতারা৷ পাশাপাশি, ‘ব্যাক টু ব্যাক’ কর্মসূচিতে ধাক্কা দেওয়া যাবে রাজ্যের তাঁদের প্রধান প্রতিপক্ষ তৃণমূলকেও৷ ফলে এবার খুব মেপে পা ফেলতে চাইছেন নেতারা৷ পরিকল্পনায় রাখতে চাইছেন না কোনও ফাকফোঁকর৷ জানা গিয়েছে, শনিবার রাজ্য বিজেপিতে যোগ দেবেন বেশ কয়েকজন প্রাক্তন পুলিশকর্তাও৷ এতে দলের শক্তি আরও বাড়বে বলে মনে করছেন নেতারা৷

The post ব্রিগেডের আগেই উত্তরবঙ্গে অমিতের জনসভা, আসছেন কলকাতাতেও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement