সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবনী নিয়ে ছবি তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্য়ায় এ খবর নতুন নয়। এমনকী, এই ছবিতে মৃণালের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, সে খবরও সবার জানা। তবে সেই ছবির প্রথম ঝলক দেখে যে উচ্ছ্বসিত হবেন বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন, তা দেখে কিন্তু টলিপাড়ায় হইচই। এমনকী, খোদ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় উচ্ছ্বসিত, বিগ বির কাছ থেকে এমন শুভেচ্ছা পেয়ে।
অমিতাভ বচ্চনের নজরে পড়েছে সৃজিতের পদাতিক ছবির প্রথম ঝলক। এই পোস্টার দেখা মাত্রই অমিতাভ সোশ্য়াল মিডিয়ায় সৃজিত ও চঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা জানালেন।
অমিতাভের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সৃজিত। লিখলেন, ‘ধন্যবাদ স্যার। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা’।
[আরও পড়ুন: গুলি খেয়েও জীবিত গান্ধী! সম্মুখসমর গডসের সঙ্গে, মুক্তি পেল ‘গান্ধী-গডসে এক যুদ্ধ’র ট্রেলার]
তবে অমিতাভের এই পোস্ট দেখে মিষ্টি ঠাট্টায় মাতলেন সৃজিত ও শ্রীজাত। শ্রীজাত সৃজিতের উদ্দেশে লিখলেন, ‘যাক, অনেক করে বললাম, নতুন ছেলে, কাজ করছে, একটা উইশ করে দাও অমিতদা। কথা রেখেছে দেখছি।’ আর জবাবে সৃজিত লিখেছেন, ‘আমি মানবজমিন নিয়ে পাচিনো’-কে বলতে বলেছিলাম। বলেনি, সরি। আল ছেড়ো না।’
কলকাতা চলচ্চিত্র উৎসবে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গিয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তখনই সৃজিত জানিয়ে ছিলেন চঞ্চলের সঙ্গে কাজ করবেন তিনি। কথা রাখলেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে জানিয়ে দিলেন, তাঁর মৃণাল সেনের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন চঞ্চল চৌধুরী। জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই ছবির শুটিং। সৃজিতের কথায়, অনেক বায়োপিক তৈরি করেছি। তবে মৃণাল সেনের বায়োপিক খুব বড় চ্য়ালেঞ্জ।
সংবাদ মাধ্যমকে সৃজিত (Srijit Mukherji) জানিয়েছেন, ”চঞ্চলের সঙ্গে মৃণাল সেনের মুখের মিল রয়েছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারাল এবং সজাগ। তা ছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তাঁর যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।”
১৪ মে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen’s Birth Day) ৯৯ তম জন্মতিথিতে নতুন ওয়েব সিরিজ তৈরির খবর শেয়ার করেছিলেন সৃজিত।
সেই সময় সৃজিত লিখেছিলেন, ”সেই লকডাউনের সময় থেকেই আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। সেই দিনটা এল। অবশেষে ওয়ার্ল্ড সিনেমার বিশ্ববরেণ্য পরিচালকের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা।”
প্রসঙ্গত, তবে শুধু সৃজিতই নয়, মৃণাল সেনকে ছবির মাধ্যমে শ্রদ্ধা জানাবেন টলিউডের আরও দুই জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত। শনিবার সে খবর শেয়ার করেছেন মৃণালপুত্র কুণাল সেন। কুণালের কথায়, ”আজ আমার বাবার বয়স হত ৯৯ বছর। একজন স্বতন্ত্র মানুষ ও পরিচালক হিসেবে বাবা সম্পূর্ণ জীবন কাটিয়েছেন। আমরা তাঁর জন্মশতবার্ষিকীর কাছাকাছি চলে এসেছি। বাবা জীবনে অনেক সম্মান পেয়েছেন। প্রশংসা পেয়েছেন। বাবার জীবন ও সিনেমার উপর নির্ভর করে টলিউডে তিনটি ছবি তৈরি হচ্ছে। এক, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। কৌশিকের এই ছবিতে বাবার তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প তৈরি হয়েছে। সৃজিত তৈরি করছেন বাবার জীবনের উপর নির্ভর করা এক কাল্পনিক বায়োপিক। সেটির নাম দিয়েছেন ‘পদাতিক’। আর অঞ্জন দত্ত তৈরি করছেন ‘চালচিত্র’। এটি একটি পার্সোনাল ফিচার। বাবা ও অঞ্জন দত্তর কথোপকথনের উপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি। আমি এই তিনটে ছবি দেখার জন্য অপেক্ষা করছি।”