shono
Advertisement

বৃষ্টিভেজা মুম্বইয়ের রাস্তায় ছেলে অভিষেকের জন্য খালি পায়েই ছুটলেন অমিতাভ! সঙ্গে পুলিশও

ব্যাপারটা কী?
Posted: 02:29 PM Aug 17, 2023Updated: 09:08 PM Aug 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সাতসকালে বৃষ্টিভেজা মুম্বইয়ের রাস্তায় খালি পায়েই হাঁটতে দেখা গেল অমিতাভ বচ্চনকে। পরনে সাদা শাল, পাজামা-পাঞ্জাবি। আর বিগ বিকে কড়া নিরাপত্তায় ঘিরে রাখল মুম্বই পুলিশ। সেই ছবি-ভিডিও নেটপাড়ায় ইতিমধ্যেই ভাইরাল। ব্যাপারটা কী?

Advertisement

শুক্রবার মুক্তি পাচ্ছে ছেলে অভিষেক বচ্চন অভিনীত ‘ঘুমর’। যে ছবিতে ক্রিকেট কোচের ভূমিকায় দেখা গিয়েছে জুনিয়র বচ্চনকে। তার প্রাক্কালেই মুম্বইয়েপর সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছেন অমিতাভ বচ্চন। আর বিগ বির সেই ছবি-ভিডিও দেখেই অনুরাগীদের ধারণা, দীর্ঘদিন যেহেতু সুপারহিট তকমা থেকে বঞ্চিত অভিষেক, তাই এবার বক্সঅফিসের মার্কশিটে যেন ছেলে ভাল নম্বর পান, সেইজন্যই সিদ্ধি বিনায়কে পুজো দিতে গিয়েছেন বলিউড শাহেনশা। মন্দিরের ভিতরে বিগ বির পুজো দেওয়ার ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।

[আরও পড়ুন: ‘একটা প্রতিষ্ঠান শুধু টার্গেট হতে পারে না’, যাদবপুরের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক শ্রীলেখা!]

এদিকে অমিতাভ বচ্চনও ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মরসুম নিয়ে হাজির হয়েছেন সম্প্রতি। বিগত ২৩ বছর ধরে সাফল্যের সঙ্গে সেই শোয়ের সঞ্চালনা করে আসছেন তিনি। আশিতে পা রাখলেও বুড়ো হাড়েই একের পর এক বিগ বাজেট ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে যাচ্ছেন অমিতাভ। মুক্তির অপেক্ষায় তাঁর ‘প্রজেক্ট কে’।

[আরও পড়ুন: ২ বছরেই মোহভঙ্গ? প্রিয় ‘সোনা’কে বিদায় প্রিয়াঙ্কা চোপড়ার, ভগ্নহৃদয়ে বড় ঘোষণা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement