সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপরের ছবিটি ভাল করে লক্ষ্য করুন৷ আপনি কি এই ছবিতে ভয়ানক কিছু দেখতে পাচ্ছেন?
জনৈক মার্কিন নাগরিকের পোস্ট করা এই ছবিতে অনেকেই নাকি একটি ভয়ঙ্কর দানবকে দেখতে পাচ্ছেন৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি৷
যে ব্যক্তিটি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, সম্ভবত তাঁর নাম রিচার্ড ক্রিস্টিয়ানসন৷ বাড়ি অ্যারিজোনায়৷ গত রবিবার তিনি এই ছবিটি পোস্ট করেন৷ পরে ভাইরাল হয়ে যায় ছবিটি৷ দ্য ইন্ডিপেন্ডেন্ট এই খবর জানিয়েছে৷ পরে অবশ্য রিচার্ড নিজেই ছবিটি ডিলিট করে দেন৷ কিন্তু একাধিক সংবাদমাধ্যম ছবিটি নিয়ে লেখালেখি করছে৷
(না জেনে এভাবেই কি এতদিন কানের ক্ষতি করছিলেন?)
অনেকেই দাবি করছেন, ছবিতে এক ভয়ঙ্কর দানবকে দেখা যাচ্ছে৷ কেউ কেউ বলছেন, ছবিতে দেখা যাচ্ছে লুসিফরকে৷ বাইবেলের মতে, শাপভ্রষ্ট লুসিফর হল অন্ধকারের প্রতীক, শয়তানের পূজারি৷ অনেকে বলছেন, এই ছবিতে নাকি সেই ভয়ানক দানবকে দেখা যাচ্ছে৷ অনেকে এই ছবিকে অশুভ ভেবে এড়িয়েও যাচ্ছেন৷ কেউ আবার ভয় পেয়ে চোখ সরিয়ে নিচ্ছেন৷ তবে নেটদুনিয়ার কেউ কেউ বলছেন, হতেই পারে এটি এটি ফটোশপে সম্পাদিত ছবি৷ সত্যি-মিথ্যা জানা নেই, তবে এই ছবিটি নিয়ে আপাতত মেতে রয়েছে নেটদুনিয়া৷
(লিমিট পেরিয়ে গেলেও কীভাবে হাই স্পিড ডেটা পাবেন Jio-তে?)
The post আপনিও কি এই ছবিতে ভয়ানক কিছু দেখতে পাচ্ছেন? appeared first on Sangbad Pratidin.