shono
Advertisement

সাপ গলায় জড়িয়ে বিতর্ক! চাপের মুখে ইনস্টাগ্রাম থেকে ছবি সরালেন অনন্যা পাণ্ডে?

আম্বানিদের পার্টিতে গিয়ে ছবিটি তুলেছিলেন অনন্যা।
Posted: 12:49 PM Nov 20, 2023Updated: 01:51 PM Nov 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানিদের পার্টিতে গলায় সাপ জড়িয়ে ছবি তুলেছিলেন। সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন। তাতেই হল বিপত্তি। সমালোচিত হলেন অনন্যা পাণ্ডে (Ananya Panday)। চাপের মুখে সাপের ছবি সরালেন অভিনেত্রী। তার বদলে শুধু সারমেয় ছানার সঙ্গে তাঁর ছবি রয়েছে।

Advertisement

সম্প্রতি ইশা আম্বানি ও আনন্দ পিরামলের যমজ সন্তানের জন্মদিনের পার্টি ছিল। সেই পার্টিতেই গলায় অজগর জড়িয়ে ছবি পোস্ট করেন অনন্যা। অভিনেত্রীর এমন ছবি অনেকেরই পছন্দ হয়নি। এভাবে বন্যপ্রাণীদের শুধুমাত্র আমোদের জন্য পার্টিতে রাখা বেআইনি, তা মনেও করিয়ে দেওয়া হয়।

[আরও পড়ুন: ‘এটাই জাতীয়তাবোধ’, ভারতের হার নয়! ঋদ্ধি-ঋত্বিকদের মুখে প্যালেস্তিনীয় সমর্থকের জয়গান]

সোশাল মিডিয়ায় সমালোচিত হয়েই অজগরের সঙ্গে তোলা ছবি সরিয়ে দেন অনন্যা। তার বদলে এখন মাত্র দুটি ছবি রয়েছে। যেখানে সারমেয় ছানাকে আদর করছেন অভিনেত্রী। অনন্যার মতোই সাপের ছবি শেয়ার করেছিলেন সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া। তিনিও ছবি সরিয়ে ফেলেছেন।

উল্লেখ্য, আম্বানিদের এই পার্টিতে শাহরুখ খানও গিয়েছিলেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখের হাতে সাপ ধরিয়ে দিচ্ছেন অনন্ত আম্বানি। একটি সাপ শাহরুখের গলাতেও ঝুলিয়ে দেওয়া হয়। তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নেটিজেনরা। লেখা হয়, “অনন্ত আম্বানি এই কাজ করেছে বলে বন্যপ্রাণী রক্ষাকারীরা ভয় পেয়ে গিয়েছে… শাহরুখ করলে ঝাঁপিয়ে পড়ত।”

[আরও পড়ুন: বিশ্বকাপের দিনই বড়সড় ক্ষতি হল সলমনের! গিয়েছিলেন ফাইনাল ম্যাচ দেখতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement