shono
Advertisement

আরও বড় সাইবার হামলা ঘটাতে আসছে Adylkuzz, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

নয়া ভাইরাস Adylkuzz হানা দিতে চলেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে৷ The post আরও বড় সাইবার হামলা ঘটাতে আসছে Adylkuzz, সতর্ক করলেন বিশেষজ্ঞরা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:57 AM May 18, 2017Updated: 06:50 AM May 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে র‍্যানসমওয়্যার হানায় কয়েক লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হলেও এটাই শেষ নয়, বরং আরও মারাত্মক ও বড় আকারের সাইবার হামলা ঘটতে চলেছে বলে সতর্ক করে দিলেন বিশেষজ্ঞরা৷ একটি আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ফার্ম প্রুফপয়েন্ট সংবাদ সংস্থা এএফপিকে এই সতর্কবার্তা জানিয়ে বলেছে, WannaCry র‍্যানসমওয়্যারের মতোই ক্ষতি করবে এমন নয়া ভাইরাস Adylkuzz হানা দিতে চলেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে৷

Advertisement

[ফিরে আসবে ‘র‍্যানসমওয়্যার’, বিশ্বজুড়ে সাইবার হামলার সতর্কতা জারি]

প্রুফপয়েন্ট সংস্থার বিশেষজ্ঞরা সকলকে সাবধান করে দিয়ে বলেছেন, WannaCry-এর সঙ্গেই যুক্ত আর একটি নয়া ভাইরাস হানা দিতে চলেছে সাইবার দুনিয়ায়৷ এই ভাইরাস হানা দিলে কম্পিউটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন তার বৈধ ইউজার৷ ভার্চুয়াল কারেন্সি না দিলে খোলা যাবে না কম্পিউটারের ‘লক’৷ প্রুফপয়েন্টের গবেষক নিকোলাস গদিয়ের বলছেন, “Adylkuzz অত্যন্ত উচ্চমানের ও সর্বশেষ প্রযুক্তির কিছু হ্যাকিং টুলস ব্যবহার করে৷ এখনও মাইক্রোসফট এর প্রতিকার খুঁজে পায়নি৷”

কম্পিউটারকে পুরোপুরি স্তব্ধ না করে Adylkuzz ভাইরাস সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে তথ্য চুরির মতো ‘কুকীর্তি’ করে যায়৷ হ্যাকাররা এই ভাইরাস কম্পিউটারে পাঠিয়ে ভার্চুয়াল কারেন্সি দাবি করে৷ এক্ষেত্রেও মনেরো বা বিটকয়েনের মতো কারেন্সি চাওয়া হয়৷ Adylkuzz হানা দিলে একজন সাধারণ ইউজার বুঝতেও পারবেন না, কারণ এক্ষেত্রে  র‍্যানসমওয়্যার হানার মতো কম্পিউটারের পর্দায় কোনও মেসেজ ফুটে উঠবে না৷ বিশেষজ্ঞরা বলছেন, সাইবার ক্রিমিনালদের কাছে এই ভাইরাস অনেক বেশি লাভজনক৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, গত ২ মে থেকে এই ভাইরাস সাইবার দুনিয়ায় ঢুকে পড়েছে৷ যদিও এখনও মহামারীর আকার নেয়নি এই ভাইরাস৷ তবে গত কয়েকদিনে বিশ্বের বেশ কিছু সিস্টেমে সন্দেহজনকভাবে ভার্চুয়াল কারেন্সির লেনদেন বেড়ে গিয়েছে বলে জানিয়েছে প্রুফপয়েন্ট৷

[ভেঙে পড়ল WhatsApp পরিষেবা, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার]

The post আরও বড় সাইবার হামলা ঘটাতে আসছে Adylkuzz, সতর্ক করলেন বিশেষজ্ঞরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement