shono
Advertisement

টাকা লুট করতেই মহিলাকে খুন, কসবা কাণ্ডে গ্রেপ্তার আরও এক

তদন্তে নয়া মোড়, উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ The post টাকা লুট করতেই মহিলাকে খুন, কসবা কাণ্ডে গ্রেপ্তার আরও এক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:24 AM Jun 11, 2018Updated: 11:54 AM Jun 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কসবায় মহিলা খুনের বিষয় পুনর্নিমাণ করতে গিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ ঘটনায় ইতিমধ্যেই এক সাফাইকর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ তবে সে একা নয়৷ সঙ্গে ছিল আরও একজন৷ সেই নাবালককেও গ্রেপ্তার করা হল৷

Advertisement

[  শরীরের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্ম, বাঁচানো গেল না মেদিনীপুরের বিরল শিশুকে ]

কসবার টোগের পার্কের অভিজাত এলাকায় নিজের ফ্ল্যাটেই খুন হয়ে যান শীলা চৌধুরী৷ প্রাক্তন সরকারী আধিকারিকের হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ জেরার মুখে অভিযুক্ত সাফাইকর্মী শম্ভু কয়াল অবশ্য জানায়, অবসরপ্রাপ্ত এই কর্মীই তার থেকে টাকা ধার নিয়েছিলেন৷ বাড়ির কাউকে না জানিয়েই ২৭ হাজার টাকা দিয়েছিল সে৷ কিন্তু সময়ে ফেরত দেননি শীলাদেবী৷ তা নিয়েই বচসা বাধে৷ বচসার জেরেই শীলাদেবীর মাথা দেওয়ালে ঠুকে দেয় সে৷ পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে৷ শম্ভুকে জেরা করে এ তথ্যই পেয়েছিল পুলিশ৷ পুরো ঘটনাটিকে দুর্ঘটনার আঙ্গিক দেওয়ারও চেষ্টা করেছিল দুষ্কৃতীরা৷ তবে প্রাথমিক জেরা পর্বেও পুলিশকে বিভ্রান্তই করেছিল শম্ভু৷

[  বাজ পড়ে এসি থেকে ছড়াল ভয়াবহ আগুন, একডালিয়ায় আতঙ্ক ]

তাকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ে গোয়েন্দাদের চোখে৷ ফের জেরা শুরু হয়৷ শেষমেশ জানা যায়, আসলে শীলাদেবীর বাড়ি থেকে লুটের ছক ছিল অভিযুক্ত শম্ভুর৷ সে একা ছিল না৷ দোসর ছিল এক নাবালক৷ তাকে সিঁড়িতে দাঁড় করিয়ে রেখেই শীলাদেবীর ঘরে ঢুকেছিল শম্ভু৷ এমনিতে সল্টলেকে আত্মীয়ার বাড়িতেই থাকতেন তিনি৷ সপ্তাহান্তে আসতেন কসবার ফ্ল্যাটে৷ শীলাদেবী একা থাকতেন বুঝেই তাকে খুনের ছক কষেছিল শম্ভু৷ শীলাদেবীর চোখের আড়ালে ওই নাবালককে ঘরে ঢুকিয়ে দেয় সে৷ ছেলেটি খাঠের তলায় লুকিয়ে ছিল৷ শীলাদেবীর পা ধরে ফেলে দেওয়ার কাজ ছিল তার৷ পরে আসল কাজটি করে শম্ভু৷ রীতিমতো ঘাগু দুষ্কৃতীদের মতো পরিকল্পনা করেই সে শীলাদেবীকে খুন করে৷ রবিবারই শম্ভুকে গ্রেপ্তার করা হয়েছিল৷ তার সঙ্গী ওই নাবালিকাকেও গ্রেপ্তার করা হয়েছে৷

The post টাকা লুট করতেই মহিলাকে খুন, কসবা কাণ্ডে গ্রেপ্তার আরও এক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement