আলাপন সাহা: দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। শরীরে থাবা বসিয়েছিল মারণরোগ ক্যানসার। অবশেষে রোগের কাছে হার মানতে হল অংশুমান গায়কোয়াড়কে। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এক বছরের বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত অংশুমান লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৭১ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।
১৯৭৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দেশের হয়ে ৪০টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেন গায়কোয়াড়। ভারতীয় দলের কোচও ছিলেন তিনি। তাঁর কোচিংয়ে ভারত ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ হয়। ভারতীয় দল শারজায় অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর কোচিংয়ে। তবে দীর্ঘদিন ধরেই ব্লাড ক্যানসারে ভুগছিলেন জাতীয় দলের প্রাক্তন তারকা।
[আরও পড়ুন: টিকিট চেকার থেকে অলিম্পিকে ইতিহাস, ধোনির পদাঙ্ক অনুসরণ করেই পদকের সামনে স্বপ্নিল]
এক বছরের বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন অংশুমান (Anshuman Gaekwad)। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কপিল দেব (Kapil Dev) থেকে সন্দীপ পাটিল, অনেকেই দাঁড়িয়েছিলেন তাঁর পাশে। চিকিৎসার জন্য নিজের পেনশনের অর্থ দিতেও তৈরি ছিলেন কপিল দেব। তবে শেষ পর্যন্ত অসুস্থ অংশুমানের পাশে দাঁড়ায় বিসিসিআই।
বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন, এক কোটি টাকা অর্থসাহায্য দেওয়া হবে প্রাক্তন ক্রিকেটারকে। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবরও নেন শাহ। সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন। তবে জানা গিয়েছে, লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল অংশুমানকে। নিজের শহর ভদোদরাতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন অংশুমান, ৭১ বছর বয়সে।