shono
Advertisement

মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই দেশদ্রোহী কথাবার্তা বরকতির, বিস্ফোরক দিলীপ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই আনুষ্ঠানিকভাবে টিপু সুলতান মসজিদের ইমাম পদ থেকে বরকতিকে বরখাস্ত করেছে মসজিদ কর্তৃপক্ষ৷ দেশবিদ্রোহী বিতর্কিত মন্তব্য, বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে আগেই উঠেছিল৷ সাম্প্রতিক সময়ে তা চরমে পৌঁছায়৷ তারপরই তাঁকে বরখাস্ত করা হয়৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়েই এই ধরনের দেশবিরোধী কথা […] The post মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই দেশদ্রোহী কথাবার্তা বরকতির, বিস্ফোরক দিলীপ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:17 PM May 18, 2017Updated: 12:47 PM May 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই আনুষ্ঠানিকভাবে টিপু সুলতান মসজিদের ইমাম পদ থেকে বরকতিকে বরখাস্ত করেছে মসজিদ কর্তৃপক্ষ৷ দেশবিদ্রোহী বিতর্কিত মন্তব্য, বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে আগেই উঠেছিল৷ সাম্প্রতিক সময়ে তা চরমে পৌঁছায়৷ তারপরই তাঁকে বরখাস্ত করা হয়৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়েই এই ধরনের দেশবিরোধী কথা বলার সাহস পেয়েছেন বরকতি৷

Advertisement

[ বিশ্ব আদালতে বড় জয় ভারতের, কুলভূষণের মৃত্যুদণ্ডে জারি স্থগিতাদেশ  ]

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপি রাজ্য সভাপতি জানান, ইমাম একজন ধর্মগুরু৷ বিশেষ ধর্ম সম্প্রদায়ের মুখপাত্র৷ কে ইমাম হবেন, কে শাহি ইমাম হবেন তা মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন কেন? প্রসঙ্গত, মসজিদের রায় মেনে নেননি বরখতি৷ পুরো বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছিলেন৷ এ নিয়েই প্রশ্ন করা হলে মুখ খোলেন দিলীপবাবু৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই এ ধরনের দেশবিরোধী কথা বলার সাহস দেখাতে পারেন বরকতি৷ এ ধরনের ধর্মগুরুর সাজা হওয়া উচিত দাবি করে তিনি বলেন, অনেক আগেই তাঁরা এ দাবি তুলেছিলেন৷ এতদিনে তাঁকে যাঁরা বরখাস্ত করেছেন তাঁদের ধন্যবাদও জানান তিনি৷

[ মন্দিরের ভিতরে ঢুকে পড়ল ১২ ফুট লম্বা কুমির, তারপর? ]

পরপর দেশবিরোধী মন্তব্যের জেরে মুসলিম ধর্মাবলম্বীদেরই কোপে পড়েন বরকতি৷ মসজিদ চত্বরে তাঁর বিরুদ্ধে সভা করে প্রতিবাদ জানান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী৷ জানানো হয়, মুসলিমরা ভারতে ও ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে সম্মান করে৷ তাঁরা কোনওভাবেই পাকিস্তান চায় না৷ ইমামের বক্তব্যের সঙ্গে মসজিদ কর্তৃপক্ষ সহমত নয় বলেও জানানো হয়৷ এরপরই বরকতিকে বরখাস্তের প্রক্রিয়া শুরু হয়৷ গতকালই তাঁকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়৷ যদিও বরকতির এই বাড়বাড়ন্তের পিছনে মুখ্যমন্ত্রীর প্রশ্রয়কেই দায়ি করছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

Barkati’s anti-national talks are due 2 inspiration of ChiefMinister, MamataBanerjee. My sincere thanks to those who dismissed him 4m “Imam” pic.twitter.com/XoRoretyR8

— Dilip Ghosh (@DilipGhoshBJP) May 18, 2017

The post মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই দেশদ্রোহী কথাবার্তা বরকতির, বিস্ফোরক দিলীপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement