shono
Advertisement

অনুপস্থিত বিচারপতি, হল না শুনানি, আরও দু’ সপ্তাহ তিহাড়েই অনুব্রতরা

ফের হতাশ হতে হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে।
Posted: 09:04 PM Aug 08, 2023Updated: 09:20 PM Aug 08, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: অনুপস্থিত বিচারপতি। দিল্লি হাই কোর্টে মঙ্গলবারও হল না অনুব্রত, এনামুলদের মামলার শুনানি। যার ফলে বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতিকে আরও দু’সপ্তাহ তিহাড়েই থাকতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৪ আগস্ট।

Advertisement

এদিন বিচারপতি দীনেশকুমার শর্মার বেঞ্চে ছিল জুরিশডিকশনকে চ্যালেঞ্জ করে অনুব্রত মণ্ডলের মামলা এবং এনামুল হকের জামিনের আবেদনের শুনানি। বিচারপতি অনুপস্থিত থাকাই যার কোনওটিই এদিন হল না। গ্রেপ্তার হওয়ার পর থেকেই আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালত, কলকাতা হাই কোর্ট, রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালত ও দিল্লি হাই কোর্টে বারবার জামিনের আবেদন করেছেন অনুব্রত। প্রতিবারই হতাশ হতে হয়েছে। এবারেও তাই হল।

[আরও পড়ুন: উচ্ছেদের নোটিসে স্থগিতাদেশ, জমি বিতর্কে সিউড়ি আদালতের নির্দেশে সাময়িক স্বস্তিতে অমর্ত্য সেন]

উল্লেখ্য, এর আগেও বিচারপতি শর্মার অনুপস্থিতির জন্য বারবার পিছিয়ে গিয়েছে শুনানি। সোমবার রাউস অ্যাভিনিউ কোর্টে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রতর অসুস্থতার কারণে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তাঁর আইনজীবিদের নজর ছিল এদিনের শুনানির দিকে। আদালতে কী কী বলা হবে সেই ছকও কষে ফেলেছিলেন তাঁরা। কিন্তু শেষে হতাশই হতে হল।

[আরও পড়ুন: শাহরুখের বদলে ‘ডন ৩’ ছবিতে রণবীর সিং! ফারহানের ঘোষণায় চাঞ্চল্য, ক্ষিপ্ত নেটিজেনরা]

এদিন দিল্লি হাই কোর্টে বলার জন্য যুক্তি সাজিয়েছিলেন অনুব্রতর আইনজীবীরা। আদালতে তাঁরা বলতেন, গরু পাচার সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁদের মক্কেলের বিরুদ্ধে, তার পুরোটাই সংগঠিত হয়েছে বাংলায়। ইডি ইসিআইআর দায়ের করেছে বাংলায়। তাহলে কেন অনুব্রতকে গ্রেপ্তার করে দিল্লিতে আনা হয়েছে? কিন্তু সেই যুক্তি আগামী ২৪ আগস্ট পর্যন্ত বলার সুযোগ পাচ্ছেন না তাঁরা। এদিন শুনানি না হওয়ায় আপাতত অনুব্রত, তাঁর কন্যা সুকন্যা, প্রাক্তন দেহরক্ষী এনামুলদের আরও প্রায় দুই সপ্তাহ থাকতে হচ্ছে তিহাড় জেলেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement