shono
Advertisement

Breaking News

ভোটের মুখে গান্ধীগিরির সুর বীরভূমের তৃণমূল সভাপতির গলায়!

কী বললেন অনুব্রত? The post ভোটের মুখে গান্ধীগিরির সুর বীরভূমের তৃণমূল সভাপতির গলায়! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:29 AM Apr 13, 2019Updated: 03:55 PM Apr 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে সুর নরম অনুব্রত মণ্ডলের৷  ব্যতিক্রমীভাবে তাঁর গলাতেও শোনা গেল গান্ধীগিরির বার্তা৷ বিরোধীরা যদি এক গালে মারে, তবে দু’গাল বাড়িয়ে দেওয়ার পরামর্শ বীরভূমের দাপুটে নেতার৷ কিন্তু কেন দাপুটে নেতার এমন বদল ঘটল, তা নিয়েই রাজনীতির অলিন্দে চলছে জোর আলোচনা৷ ভোটের আগে নাকি নিজের ভাল ইমেজ গড়ার চেষ্টাতেই এমন নরম হয়ে গিয়েছেন তিনি, টিপ্পনি কেটে একথাই বলছেন বিরোধীরা৷

Advertisement

[ আরও পড়ুন: ‘ভোটে জিতলে গান শোনাব’, প্রচারে বাবুলকে খোঁচা মুনমুনের]

ঘাসফুল শিবিরের একনিষ্ঠ সৈনিক তিনি৷ নরমে-গরমে কীভাবে সংগঠনকে মজবুত করে তুলতে হয়, তা তাঁর ভালই জানা রয়েছে৷ তাঁর কথার জাদুতে বরাবরই চাঙ্গা হয়ে ওঠেন দলীয় কর্মীরা৷ তাঁর বাক্যবাণে কুপোকাত বিরোধীরা৷ কখনও পাঁচন, তো কখনও নকুলদানার দাওয়াইতে বারবার রাজনীতির ময়দানে লাইমলাইটে চলে এসেছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ ভোটের আগে নকুলদানার দাওয়াই দিয়ে নির্বাচন কমিশনের রোষের মুখেও পড়েছেন তিনি৷ কেন একথা বললেন, তা জানতে চেয়ে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে অনুব্রতকে৷ তবে তাতে যে তার তেমন কিছু যায় আসে না, তা নিজের কাজের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন৷ কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও দাপুটে নেতা বারবারই নকুলদানার দাওয়াই দিয়েছেন৷ ‘পোল ভোট’-এর কথা বলতেও ছাড়েননি তিনি৷

[ আরও পড়ুন: রাজনৈতিক বিভেদ ভুলে তৃণমূলপন্থী আইনজীবীদের সঙ্গে আড্ডা আলুওয়ালিয়ার]

তবে এহেন দাপুটে নেতাই নাকি আচমকা বদলে গিয়েছেন৷ সুর নরম করেছেন তিনি৷ যে অনুব্রতর মুখ খুললেই শোনা যেত হুঙ্কার, সেই নেতার মুখে শোনা গেল গান্ধীগিরির ডাক৷ দলীয় জনসভা থেকে কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘ভোটের দিন কোনও গোলমালে জড়াবেন না৷ বিরোধীরা এক গালে চড় মারলে, আরেক গাল বাড়িয়ে দিন৷’’ 

[ আরও পড়ুন: বাবুল সুপ্রিয়র মিছিল থেকে হামলা, পালটা খুনের চেষ্টার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী]

আগামী ২৯ এপ্রিল বীরভূমে ভোটগ্রহণ পর্ব৷ তার আগে অনুব্রতর এমন সুর বদল সকলকেই যেন অবাক করেছে৷ বিরোধীরা যদিও তাঁর এই গান্ধীগিরির নেপথ্যেও রাজনৈতিক অভিসন্ধি দেখছেন৷ তাঁদের পালটা দাবি, চড় মারলে, আরেক গাল বাড়িয়ে দেওয়ার বার্তার মাধ্যমে নাকি ভোটের আগে ভাল সাজার চেষ্টা করছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ যদিও বিরোধীদের কূটকচালিতে কান দিতে নারাজ তৃণমূলের সেনাপতি৷ আপাতত ভোটপ্রচার নিয়ে বেশি ব্যস্ত তিনি৷

The post ভোটের মুখে গান্ধীগিরির সুর বীরভূমের তৃণমূল সভাপতির গলায়! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement